সোমবার
০৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

জাকির নায়েক ইস্যু আমার এখতিয়ারে নয়: ধর্ম উপদেষ্টা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ০২:১১ পিএম
ইসলামী বক্তা ডা. জাকির নায়েক, ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন
expand
ইসলামী বক্তা ডা. জাকির নায়েক, ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন

চলতি মাসের শেষ দিকে ঢাকায় আসার সম্ভাবনা রয়েছে জনপ্রিয় ইসলামী বক্তা ডা. জাকির নায়েকের।

তবে বিষয়টি নিয়ে ভারত ইতোমধ্যেই অসন্তোষ প্রকাশ করেছে এবং বাংলাদেশকে এ বিষয়ে সতর্কবার্তা দিয়েছে।

জানা গেছে, ২৮ ও ২৯ নভেম্বর ঢাকায় একটি দাতব্য অনুষ্ঠানে অংশ নিতে পারেন জাকির নায়েক।

তবে তার বাংলাদেশ সফর নিয়ে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, জাকির নায়েক ঢাকায় এলেই তাকে যেন ভারতের হাতে তুলে দেওয়া হয় এমন আশা তারা করছে।

এই প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানিয়েছেন, জাকির নায়েককে আমন্ত্রণ জানানোর বিষয়টি তার দায়িত্বের আওতায় পড়ে না।

তিনি বলেন, ‘যারা জাকির নায়েককে আমন্ত্রণ জানাতে চান, তারা আমার সঙ্গে দেখা করেছিলেন। আমি তাদের জানিয়েছি, এটা পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়। বিদেশি অতিথির আগমন নিয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার তাদেরই। ধর্ম উপদেষ্টা হিসেবে আমার কোনো ভূমিকা নেই।’

তিনি আরও যোগ করেন, ‘পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ই সিদ্ধান্ত নেবে, তিনি দেশে আসবেন কি না।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন