

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


একসঙ্গে ৪ স্ত্রীর বেশি রাখা বৈধ নয়। তবে জীবনে ৮-১০টা বিবাহ হওয়া কোনো অন্যায় বা ভর্ৎসনার বিষয় নয়-এমনটাই মন্তব্য করেছেন আইডিয়াল ম্যারেজ ব্যুরোর কর্ণধার ও ইসলামী বক্তা মামুনুর রশিদ কাশেমী।
সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে তিনি এই বিষয়ে বিস্তারিত মতামত দেন।
কাশেমী বলেন, অনেক মানুষের জীবনে নানা কারণে একাধিক বিয়ে ঘটে-কখনো স্ত্রী মারা যান, কখনো তালাক হয়, আবার কেউ পুনরায় সংসার শুরু করেন।
তার ভাষায়, বাংলাদেশে এমন অসংখ্য মানুষ আছেন, যাদের জীবনে তিন-চারটি বিয়ে হয়েছে, কিন্তু বর্তমানে একজন স্ত্রী আছেন। একসঙ্গে চারজন স্ত্রী রাখার অনুমতি ইসলামে সীমিত, তবে জীবনের বিভিন্ন সময়ে একাধিক বিয়ে হওয়াটা অস্বাভাবিক কিছু নয়।
তিনি উদাহরণ টেনে বলেন, সাহাবিদের জীবনেও একাধিক বিবাহ ও তালাকের ঘটনা ছিল, কিন্তু সেগুলো ছিল যৌক্তিক ও ন্যায়ভিত্তিক।
‘জুলুম করলে অপরাধ, কিন্তু ন্যায় করলে নয়’
মামুনুর রশিদ কাশেমী তার পোস্টে আরও লেখেন, যদি কেউ স্ত্রীদের প্রতি অন্যায় আচরণ করে, সে এক স্ত্রী হোক বা একাধিক-সবাই জালেম। কিন্তু যে আদর্শ মুসলমান, সে একাধিক স্ত্রী থাকলেও ন্যায়বিচার করে।
তিনি অভিযোগ করে বলেন, দেশে অনেক পুরুষই এক স্ত্রী থাকার পরও নির্যাতনের অভিযোগে অভিযুক্ত। তবে তার মতে, যেমন মিথ্যা মামলা আছে, তেমনি সত্যিকারের জুলুমও আছে-উভয়ের প্রতিই ইসলামের দৃষ্টিভঙ্গি স্পষ্ট।
নিজের একাধিক বিয়ের বিষয়েও খোলাখুলি কথা বলেছেন কাশেমী।
তিনি বলেন, আমার বা অন্য কারও জীবনে যদি একাধিক বিয়ে হয়ে থাকে, সেটা নিয়ে অনেকে সমালোচনা করেন। অথচ ইসলাম অনুমোদিত সীমার মধ্যে থাকলে এটি কোনো অপরাধ নয়।
তিনি আরও যোগ করেন, যদি সমাজে এমন ধারণা তৈরি হয় যে একাধিক বিয়ে করা মানেই খারাপ, তাহলে ভবিষ্যতে সাহাবিদের বা রাসুল (সা.)-এর বিবাহসংখ্যা নিয়েও অনেকে কটাক্ষ করবে। এতে নতুন প্রজন্ম বিভ্রান্ত হবে, এমনকি ধর্মীয় অবমাননাও বাড়বে।
নিজের প্রতিষ্ঠান ‘আইডিয়াল ম্যারেজ ব্যুরো’ সম্পর্কে কাশেমী বলেন, এটি কোনো প্রচলিত ঘটক অফিস নয়।
“উলামায়ে কেরামের তত্ত্বাবধানে পরিচালিত এই প্ল্যাটফর্মে ইসলামসম্মতভাবে বিবাহ, তালাক ও দাম্পত্য জীবনের পরামর্শ দেওয়া হয়। এখানে দীনদার পাত্র-পাত্রীর সন্ধান দেওয়া হয়, যাতে মুসলিম উম্মাহ একটি শান্তিপূর্ণ পারিবারিক জীবন গড়তে পারে।”
মন্তব্য করুন
