শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

নামাজের ভিতরে বাহিরে ১৩টি ফরজ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৬ এএম আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৮ এএম
ইসলামে নামাজ অনেক গুরুত্বপূর্ন ইবাদত
expand
ইসলামে নামাজ অনেক গুরুত্বপূর্ন ইবাদত

ভূমিকা: ইসলামে নামাজ অনেক গুরুত্বপূর্ন ইবাদত। নামাজ সঠিকভাবে আদায়ের জন্য ফরজ মানার প্রয়োজনীয়তা রয়েছে।

নামাজের বাইরে সাতটি ফরজ

১. শরীরের পরিচ্ছন্নতা

অজু, গোসল বা প্রয়োজনে তাইয়াম্মুম করে পবিত্র হওয়া।

২. পোশাকের পরিচ্ছন্নতা

নামাজের কাপড়ে নাপাক কোনো কিছু না থাকা।

৩. নামাজের স্থান পবিত্র হওয়া

যে জায়গায় নামাজ পড়া হবে, তা অবশ্যই অপবিত্রতা থেকে মুক্ত থাকতে হবে।

৪. সতর বা শরীরের নির্দিষ্ট অংশ আচ্ছাদন করা

পুরুষ ও নারীর জন্য শরীরের ফরজ অংশগুলো যথাযথভাবে ঢেকে রাখা।

৫. কিবলামুখী হয়ে দাঁড়ানো

নামাজ আদায়ের সময় মক্কার কাবার দিকে মুখ ফেরানো।

৬. সঠিক সময়ে নামাজ আদায় করা

প্রত্যেক ওয়াক্তে নামাজ নির্ধারিত সময়ে পড়া।

৭. নিয়ত করা

অন্তরে আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়ার সংকল্প করা।

নামাজের ভেতরে ছয়টি ফরজ

১. তাকবিরে তাহরিমা বাঁধা

"আল্লাহু আকবর" বলে নামাজে প্রবেশ করা।

২. দাঁড়িয়ে নামাজ পড়া।

ফরজ ও ওয়াজিব নামাজে শারীরিকভাবে সক্ষম হলে দাঁড়িয়ে নামাজ পড়া।

৩. কোরআনের আয়াত তেলাওয়াত করা।

নামাজে সূরা ফাতিহাসহ কোরআনের আয়াত পাঠ করা।

৪. রুকু করা। নির্দিষ্ট ভঙ্গিতে মাথা নত করে রুকুতে যাওয়া।

৫. সিজদা করা।

কপাল ও নাক মাটিতে রেখে সিজদা করা।

৬. শেষ বৈঠক করা

নামাজ শেষ করার আগে বসে থেকে সমাপ্তি সম্পন্ন করা।

উপসংহার

এই ১৩টি ফরজ পূর্ণ না করলে নামাজ আদায় শুদ্ধ হবে না। তাই প্রত্যেক মুসলমানের উচিত প্রতিটি ফরজ সঠিকভাবে মানা ও নামাজকে পরিপূর্ণ করা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন