

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দেশের বিভিন্ন অঞ্চলের ওয়ায়েজীনদের কিছু বক্তব্য নিয়ে সাম্প্রতিক বিতর্কের প্রেক্ষাপটে জামায়াতে ইসলামী সংশ্লিষ্ট আলেম ও বক্তাদের নিয়ে এক বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ অক্টোবর) রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে “দাঈ ও ওয়ায়েজ সম্মেলন” শীর্ষক এই সভায় শতাধিক জনপ্রিয় ইসলামিক বক্তা অংশ নেন। উপস্থিত ছিলেন মুফতি আমির হামজা, তারেক মনোয়ারসহ দেশের বিভিন্ন জেলার বক্তারা।
সভায় সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় উলামা বিভাগের সভাপতি মাওলানা আবদুল হালিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।
জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান অনুষ্ঠানে বলেন,
“বাংলাদেশ বহু ধর্মের মানুষের সহাবস্থানের দেশ। ইসলাম কখনো বিভাজন বা ঘৃণা শেখায় না। ওলামায়ে কেরাম সমাজের নেতৃত্বে থাকলে দেশ আরও কল্যাণের পথে এগোবে।”
তিনি আরও বলেন, “ধর্মীয় ঐক্য ও সামাজিক সম্প্রীতি রক্ষা করা এখন সময়ের দাবি। ইসলামী দলগুলোকে বিভেদ নয়, বরং ঐক্যের মাধ্যমে ইতিবাচক পরিবর্তনের দিকে কাজ করতে হবে।”
সাম্প্রতিক কিছু বিতর্কিত বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বক্তাদের সতর্ক থাকার আহ্বান জানান এবং বলেন,
“অপ্রয়োজনীয় বিতর্ক থেকে দূরে থাকতে হবে। ইসলামের দাওয়াত ও সমাজ সংস্কারের কাজই আমাদের প্রধান দায়িত্ব।”
এর আগে কুষ্টিয়া-৩ আসনে জামায়াতের প্রার্থী মুফতি আমির হামজা ও বক্তা তারেক মনোয়ারের কিছু বক্তব্য নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনা হয়। এ বিষয়ে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার অধ্যক্ষ ও জামায়াতের কেন্দ্রীয় নেতা ড. খলিলুর রহমান মাদানী মন্তব্য করেন,
“ইসলাম কখনো বিশৃঙ্খল বা উসকানিমূলক বক্তব্য অনুমোদন করে না। ইতোমধ্যে বিষয়টি দলীয়ভাবে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে।”
মন্তব্য করুন
