মঙ্গলবার
০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সুরা ফাতিহা: উচ্চারণ, অর্থ ও ফজিলত

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩২ পিএম আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩০ পিএম
সূরা ফাতিহা কোরআনের দরজা খুলে দেয়
expand
সূরা ফাতিহা কোরআনের দরজা খুলে দেয়

সুরার পরিচয়: কোরআন শরিফের প্রথম সুরা হলো সুরা ফাতিহা। “ফাতিহা” শব্দের অর্থ— সূচনা বা প্রারম্ভ। নাম থেকেই বোঝা যায়, এই সুরাটিই কোরআনের দরজা খুলে দেয়। প্রতিটি নামাজে সুরা ফাতিহা পড়া অপরিহার্য। তাই এটিকে নামাজের মূল অংশও বলা হয়ে থাকে।

এ সুরাটি পাঠ করলে মনে হয় বান্দা সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলছে, আর আল্লাহও প্রতিটি আয়াতের উত্তর দিচ্ছেন।

বাংলা উচ্চারণ আলহামদু লিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম মালিকি ইয়াওমিদ্দিন ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তায়িন ইহদিনাছ ছিরাতাল মুস্তাকিম ছিরাতাল্লাজিনা আনআমতা আলাইহিম গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দল্লিন

বাংলা অর্থ

১. সমস্ত প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর জন্য। ২. যিনি পরম করুণাময়, পরম দয়ালু। ৩. বিচার দিনের একমাত্র অধিপতি। ৪. আমরা শুধু তোমারই ইবাদত করি এবং শুধু তোমারই সাহায্য চাই। ৫. আমাদের সরল সঠিক পথে পরিচালিত করো। ৬. সেই পথ, যাঁদের তুমি অনুগ্রহ করেছ। ৭. কিন্তু সেই পথ নয়, যাঁদের প্রতি তোমার রোষ নাযিল হয়েছে বা যারা পথভ্রষ্ট।

সুরা ফাতিহার তাৎপর্য

প্রথম অংশে রয়েছে আল্লাহর পরিচয়: তিনি প্রতিপালক, দয়ালু ও বিচার দিনের মালিক।

শেষ অংশে রয়েছে বান্দার প্রার্থনা: সরল পথে পরিচালনার আবেদন।

মাঝের আয়াতটি বান্দা ও আল্লাহর সম্পর্ককে প্রকাশ করে— আমরা কেবল তাঁরই উপাসনা করি এবং তাঁরই সাহায্য চাই।

ফজিলত ও বিশেষ ঘটনা

* হাদিসে এসেছে, সুরা ফাতিহা হলো এমন এক সুরা যা দিয়ে দোয়া করলে আল্লাহ তা কবুল করেন। *নামাজে প্রতিটি রাকাতে সুরা ফাতিহা পড়তে হয়, এটি নামাজের শর্ত। *সহিহ হাদিসে উল্লেখ আছে— এক সাহাবি সুরা ফাতিহা পড়ে সাপে দংশিত এক ব্যক্তির চিকিৎসা করেছিলেন। আল্লাহর রহমতে তিনি সুস্থ হয়ে যান। এ ঘটনার পর রাসুল (সা.) সাহাবিদের প্রশংসা করেন এবং সুরা ফাতিহাকে নিরাময়ের মাধ্যম হিসেবেও স্বীকৃতি দেন।

সুরা ফাতিহা হলো কোরআনের দরজা ও নামাজের অপরিহার্য অংশ। এতে আল্লাহর প্রশংসা, তাঁর দয়ার কথা, বিচার দিনের কথা এবং বান্দার প্রার্থনা রয়েছে। এই সুরার মাধ্যমে বান্দা ও রবের মধ্যে সরাসরি সম্পর্ক প্রকাশ পায়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন