বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বের প্রথম নেট-জিরো এনার্জি মসজিদ, যে দেশে গড়ে উঠছে  

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৪ পিএম
বিশ্বের প্রথম নেট-জিরো এনার্জি মসজিদ
expand
বিশ্বের প্রথম নেট-জিরো এনার্জি মসজিদ

আবুধাবিতে নির্মাণাধীন বিশ্বের প্রথম নেট-জিরো এনার্জি মসজিদ আগামী অক্টোবরেই উদ্বোধনের অপেক্ষায়। ঐতিহ্যবাহী মাটির দেয়াল নির্মাণশৈলী আর আধুনিক সৌরশক্তি প্রযুক্তির সমন্বয়ে গড়ে উঠছে এই ব্যতিক্রমী উপাসনালয়।

নির্মাণ সংশ্লিষ্টরা জানাচ্ছেন, মসজিদটি পুরোপুরি স্বনির্ভর হবে এবং বিদ্যুৎ ব্যবহারে কোনো ধরনের কার্বন নিঃসরণ ঘটবে না। প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশবান্ধব নকশায় তৈরি এ মসজিদে একইসঙ্গে প্রায় ১,৩০০ মুসল্লি নামাজ আদায় করতে পারবেন।

ভবনটিতে থাকছে অত্যাধুনিক সেন্সর ব্যবস্থা, যা ভেতরের তাপমাত্রা, আর্দ্রতা ও উপস্থিতি অনুযায়ী ফ্যান ও এসি স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ করবে।

ব্রিটিশ বহুজাতিক ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান অ্যারাপ এ মসজিদের নকশা করেছে। প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে আবুধাবির মাসদার সিটি উদ্যোগের অধীনে।

সম্পূর্ণ বিদ্যুৎ সরবরাহ হবে সৌরপ্যানেলের মাধ্যমে। পাশাপাশি ব্যবহৃত হয়েছে প্যাসিভ কুলিং সিস্টেম, বৃত্তাকার নকশা ও পানি পুনর্ব্যবহার কৌশল। এর ফলে প্রচলিত মসজিদের তুলনায় প্রায় এক-তৃতীয়াংশ কম জ্বালানি এবং অর্ধেকেরও বেশি পানি সাশ্রয় হবে বলে আশা করা হচ্ছে।

তবে নকশা প্রণয়নের সময় স্থপতিদের একটি বড় চ্যালেঞ্জ ছিল সূর্যের আলো ও বাতাসের প্রবাহ অনুযায়ী ভবনের সঠিক অবস্থান নির্ধারণ করা। এর সঙ্গে মিলিয়ে কিবলা সব সময় মক্কার দিকে রাখতে হয়-যা পরিবেশবান্ধব নকশা ও ধর্মীয় শর্ত পূরণকে একইসঙ্গে জটিল করে তুলেছিল।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন