

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সৌদি আরবের সর্বোচ্চ ধর্মীয় পদ ‘গ্র্যান্ড মুফতি’ হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রফেসর ড. শায়খ সালেহ বিন হুমাইদ। মসজিদে হারাম কর্তৃপক্ষ এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে।
দ্য নিউ আরব জানায়, সাবেক গ্র্যান্ড মুফতি ড. আবদুল আজিজ বিন আবদুল্লাহ আল শায়খের ইন্তেকালের পর এই গুরুত্বপূর্ণ পদে তাকে মনোনীত করা হয়।
নতুন দায়িত্ব নেওয়ার আগে শায়খ সালেহ মসজিদুল হারাম ও মসজিদে নববির ইমাম ও খতিবদের তত্ত্বাবধানকারী প্রেসিডেন্সি অ্যাফেয়ার্স কাউন্সিলের সভাপতি ছিলেন।
শায়খ সালেহ বিন হুমাইদ সৌদি আরবের অন্যতম প্রভাবশালী আলেম, যিনি বিচারক, শিক্ষাবিদ এবং ইসলামি চিন্তাবিদ হিসেবে বিশেষ খ্যাতি অর্জন করেছেন।
তিনি ১৯৯৩ সাল থেকে সৌদি মজলিস আল শুরার সদস্য এবং ২০০২ থেকে ২০০৯ সাল পর্যন্ত এ পরিষদের স্পিকার ছিলেন। বর্তমানে তিনি মক্কার মসজিদুল হারামের ইমাম, পাশাপাশি জেদ্দার আন্তর্জাতিক ইসলামী ফিকহ একাডেমির সভাপতি।
২০১৬ সালে ইসলামি দাওয়াহ ও সেবায় অবদানের জন্য তিনি কিং ফয়সাল আন্তর্জাতিক পুরস্কার লাভ করেন।
ধর্মীয় জ্ঞান, দীর্ঘদিনের প্রশাসনিক অভিজ্ঞতা, চার দশকেরও বেশি সময় ধরে অর্জিত জনগণের আস্থা এবং সাম্প্রতিক হজের খুতবা প্রদানের সফলতা, এসব যোগ্যতার ভিত্তিতেই তাকে গ্র্যান্ড মুফতির পদে সবচেয়ে উপযুক্ত হিসেবে দেখা হয়েছে।
মন্তব্য করুন
