শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

মক্কার এই মসজিদ থেকেই ওমরাহ হজ পালনকারীদের ইহরাম বাঁধা হয়

সৌদি আরব প্রতিনিধি
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ০৪:১৯ পিএম
মসজিদে আয়েশা
expand
মসজিদে আয়েশা

মসজিদে আয়েশা মক্কার তানঈম এলাকায় অবস্থিত। হেরেমের বাইরে এটি মক্কা থেকে সর্বাধিক নিকটবর্তী স্থান। মক্কা থেকে প্রায় ৬ কিলোমিটার উত্তরে মক্কা-মদিনা রোডে আল হিজরা এলাকায় অবস্থিত এই মসজিদ থেকে ওমরাহর ইহরাম বাঁধা হয়।

বিদায় হজের সময় হযরত রাসূলুল্লাহ (সাঃ) উম্মুল মুমিনিন হযরত আয়েশা (রাঃ) কে তার ভাই হযরত আবদুর রহমান (রা.) এর সঙ্গে হারাম শরীফের বাইরে এখান থেকে ওমরাহর ইহরাম বাঁধার জন্য পাঠিয়েছিলেন এবং তিনি এখান থেকে উমরাহর ইহরাম বেঁধে উমরাহ করেছিলেন। পরে সেখানে একটি বিশাল মসজিদ গড়ে উঠে। মসজিদটি ইসলামী শিল্পনৈপুণ্যের এক অনুপম নিদর্শন।

এ কারণে মক্কাবাসীরা ওমরাহ পালনের জন্য এখান থেকে ইহরাম বেঁধে থাকেন। বিদেশী হাজিরাও এই স্থান থেকে ওমরাহর ইহরাম বেঁধে থাকেন। তবে এটি বাধ্যতামূলক নই।

মক্কা থেকে মসজিদে আয়েশায় আসতে বাসযোগে ২ সৌদি রিয়াল আর ট্যাক্সিতে আসতে লাগে ৫ সৌদি রিয়াল। নফল ওমরাহর ইহরামের জন্য আসা হাজিদের প্রতিনিয়ত ভিড় থাকে। বিশাল এই মসজিদের ২ টি মিনার ও ১ টি গম্বুজ অনেক দূর থেকে দেখা যায়। মসজিদটি খেজুর গাছ দ্বারা পরিবেষ্টিত।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X