মঙ্গলবার
২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

‘হ্যাঁ’ ভোট দিলে দেশ থেকে সর্বগ্রাসী ফ্যাসিবাদ তৈরির পথ বন্ধ হবে: ধর্ম উপদেষ্টা

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ০৯:৩১ পিএম
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন
expand
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, গণভোটের 'হ্যাঁ' ভোটের সাথে বিসমিল্লাহ থাকা না থাকার কোন সম্পর্ক নেই। সংবিধানের উপরে বিসমিল্লাহ লেখা আছে, থাকবে। গণভোটে হ্যাঁ ভোট দিলে ইসলাম থাকবে না, আল্লাহ থাকবে না এই সমস্ত মিথ্যা প্রচারণা মাত্র। গণভোট হ্যাঁ’র পক্ষে গেলে জাতির চেহারা পাল্টে যাবে। জনগণ যদি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে সমর্থন করে, তবে দেশে আর প্রহসের নির্বাচন হবে না। দেশ থেকে সর্বগ্রাসী ফ্যাসিবাদ তৈরির পথ বন্ধ হবে।

সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে মৌলভীবাজার শিল্পকলা অডিটোরিয়ামে গণভোটের কার্যক্রম বিষয়ে জনসচেতনতা শীর্ষক মতবিনিময় সভা ও ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

তিনি বলেন, বিসমিল্লাহ থাকবে কি না, রাষ্ট্রধর্ম থাকবে কিনা এগুলো বলে সমাজে বিভ্রান্তি ছড়াচ্ছে। জুলাই সনদে যা আছে এগুলো যুক্ত হবে। এছাড়া সংবিধানের বাকি বিষয়গুলো সংবিধানে যথাযথভাবে বহাল থাকবে।

জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাবেলের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার বিল্লাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক তানভীর আহমেদ, নির্বাচন কর্মকর্তা দীপক কুমার রায়, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক ফারুক আলম। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের কর্মকর্তারা।

মতবিনিময় সভায় মৌলভীবাজার জেলার ৭টি উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, স্কুলের শিক্ষকসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X