সোমবার
১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

পিরোজপুরে তক্ষকসহ বিএনপি নেতা আটক

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ০১:৪২ পিএম
আটককৃত বদরুল ইসলাম (৩৭)
expand
আটককৃত বদরুল ইসলাম (৩৭)

পিরোজপুরের নাজিরপুরে নিষিদ্ধ বন্যপ্রাণী তক্ষকসহ এক বিএনপি নেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (১৮ জানুয়ারি) রাত ৮টায় নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়ন থেকে দুটি তক্ষকসহ বদরুল ইসলাম (৩৭) নামের ওই বিএনপি নেতাকে আটক করা হয়।

তক্ষক গিরগিটির একটি প্রজাতি, যা বন্যপ্রাণী সংরক্ষণ আইনে সম্পূর্ণ নিষিদ্ধ।

আটক বদরুল ইসলাম নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের মাটিভাঙ্গা গ্রামের মৃত মহল আলী শেখের ছেলে এবং ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।

জেলা ডিবি পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর আহম্মেদ সিদ্দিকীর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি দল মাদক, অবৈধ অস্ত্র উদ্ধার, চোরাচালান ও ছিনতাই প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে ডিবির ওসি মো. আরিফুল ইসলাম ও এসআই (নিরস্ত্র) পলাশ বিশ্বাসের নেতৃত্বে নাজিরপুর থানাধীন ১ নম্বর মাটিভাঙ্গা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মাহমুদকান্দা এলাকায় হাওলাদার বাড়ি জামে মসজিদের সামনে পাকা রাস্তার ওপর একটি নীল রঙের প্লাস্টিক বক্সে রাখা দুটি ছাই রঙের তক্ষকসহ বদরুল ইসলামকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে তক্ষকসহ বিভিন্ন বন্যপ্রাণী পাচারের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এ ঘটনায় নাজিরপুর থানায় বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২-এর ৩৪(খ) ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে। তক্ষক পাচারের সঙ্গে জড়িত অন্য কেউ থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X