সোমবার
১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন পে-স্কেল বাস্তবায়ন নিয়ে যে তথ্য দিলেন অর্থ উপদেষ্টা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ০২:৩৯ পিএম
নতুন পে স্কেল
expand
নতুন পে স্কেল

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে স্কেল বাস্তবায়ন নিয়ে কাজ চলমান রয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, পে স্কেল কার্যকর করতে বিপুল অর্থের প্রয়োজন হয় এবং দেশের অর্থনীতি আরও শক্তিশালী হলে এই উদ্যোগ বাস্তবায়নের পথ সুগম হবে।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে চাঁদপুর শহরের হাসান আলী স্কুল মাঠে গণভোট উপলক্ষে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, গত এক দশকে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের পে স্কেল নিয়ে কার্যকর কোনো অগ্রগতি হয়নি। বর্তমান সরকার এ বিষয়ে উদ্যোগ নিয়ে একটি পে কমিশন গঠন করেছে এবং কমিশনের কাজ চলমান রয়েছে।

তাছাড়া দেশের অর্থনীতি চাঙা করতে নেওয়া বিভিন্ন উদ্যোগের ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১৮ বিলিয়ন ডলার থেকে বেড়ে বর্তমানে ৩২ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

এসব বিষয় পরবর্তীতে নির্বাচিত সরকার বাস্তবায়ন করবে বলেও আশা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়ে অর্থ উপদেষ্টা বলেন, আমরা দুর্নীতি নয়, সুশাসন ও জবাবদিহিমূলক সরকার চাই, যা আগামী প্রজন্ম ভোগ করবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X