মঙ্গলবার
০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

জানাজার নামাজে মৃত ব্যক্তির জন্য যে দোয়া করবেন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৩ পিএম
জানাজার নামাজে মৃত ব্যক্তির জন্য যে দোয়া করবেন
expand
জানাজার নামাজে মৃত ব্যক্তির জন্য যে দোয়া করবেন

‘জানাজা’ শব্দের অর্থ মরদেহ। জানাজার নামাজ মুসলমানদের জন্য ফরজে কেফায়া—অর্থাৎ কিছু মানুষ পড়লে সবার পক্ষ থেকে আদায় হয়, কিন্তু কেউ না পড়লে সবাই গুনাহগার হয়।

জানাজার নামাজের ধাপ

প্রথম তাকবির – সানা পড়া, দ্বিতীয় তাকবির – দরুদ শরিফ পড়া, তৃতীয় তাকবির – মৃত ব্যক্তির জন্য বিশেষ দোয়া করা। (এ সময় হাত উঠানো হবে না), চতুর্থ তাকবির – এরপর সালাম ফিরিয়ে নামাজ শেষ করতে হয়।

ইমাম তাকবিরগুলো উচ্চ স্বরে বলবেন, আর দোয়া-দরুদ অনুচ্চ স্বরে পড়বেন, মুক্তাদিরা সবকিছু অনুচ্চ স্বরে পড়বেন, প্রথম তাকবির ছাড়া অন্য তাকবিরে হাত উঠাতে হবে না, জানাজায় কাতার হবে ৩, ৫, ৭ এভাবে বিজোড় সংখ্যা।

প্রাপ্তবয়স্ক (পুরুষ বা নারী) মৃতের জন্য দোয়া

উচ্চারণ: আল্লাহুম্মাগফির লি হাইয়্যিনা ওয়া মাইয়্যিতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়েবিনা ওয়া সগিরিনা ওয়া কাবিরিনা ওয়া জাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহয়াইতাহু মিন্না ফাআহয়িহি আলাল ইসলাম। ওয়া মান তাওয়াফফাইতাহু মিন্না ফাতাওয়াফফাহু আলাল ইমান। আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তুদিল্লানা বা‘দাহু।

অর্থ: হে আল্লাহ! আমাদের জীবিত-মৃত, উপস্থিত-অনুপস্থিত, ছোট-বড়, নারী-পুরুষ সবার গুনাহ মাফ করুন। যাকে বাঁচাবেন তাকে ইসলামের ওপর বাঁচিয়ে রাখুন, আর যাকে মৃত্যু দেবেন তাকে ঈমানসহ মৃত্যু দিন। হে আল্লাহ! এর সওয়াব থেকে আমাদের বঞ্চিত করবেন না এবং পরে আমাদেরকে পথভ্রষ্ট করবেন না।

শিশু মারা গেলে দোয়া

ছেলে শিশু: আল্লাহুম্মাজআলহু লানা ফারাতঁ, ওয়াজআলহু লানা আজরাঁও ওয়া জুখরাঁও, ওয়াজআলহু লানা শাফিআও ওয়া মুশাফ্ফাআ।

মেয়ে শিশু: আল্লাহুম্মাজআলহা লানা ফারাতঁ, ওয়াজআলহা লানা আজরাঁও ওয়া জুখরাঁও, ওয়াজআলহা লানা শাফিআতাঁও ওয়া মুশাফ্ফাআহ।

অর্থ: হে আল্লাহ! এই শিশুকে আমাদের নাজাতের মাধ্যম, সওয়াব ও সম্পদের কারণ, এবং আমাদের জন্য কবুলযোগ্য সুপারিশকারী বানিয়ে দিন।

শিশুদের জন্য আরও কিছু দোয়া

আল্লাহুম্মা আইজহু মিন আজাবিল কবরি। অর্থ: হে আল্লাহ! তাকে কবরের আজাব থেকে রক্ষা করুন।

আল্লাহুম্মাজআলহু লানা সালাফান ওয়া ফারাতান ওয়া জুখরান ওয়া আজরান। অর্থ: হে আল্লাহ! এই শিশুকে আমাদের জন্য অগ্রবর্তী, সঞ্চিত ভান্ডার ও সওয়াবের মাধ্যম বানিয়ে দিন।

যদি কারও বিশেষ দোয়া জানা না থাকে, তবে সহজভাবে পড়তে পারেন: আল্লাহুম্মাগফির লিলমুমিনিনা ওয়াল মুমিনাত। অর্থ: হে আল্লাহ! সকল মুমিন নারী-পুরুষকে ক্ষমা করুন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন