শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

আমাদের ৩ তালাক হয়নি: ত্বহার স্ত্রী সাবিকুন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ০৫:১৫ পিএম
সংগৃহীত ছবি
expand
সংগৃহীত ছবি

ইসলামিক বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান ও তার প্রাক্তন স্ত্রী সাবিকুন নাহারের মধ্যে গত ২১ অক্টোবর বিচ্ছেদ হয়। তবে বিচ্ছেদের প্রায় এক মাস পর তারা আবারও বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হয়েছেন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) বিষয়টি নিজেই জানিয়েছেন সাবিকুন নাহার।

আবু ত্বহার সঙ্গে আলাদা হয়ে পরে কীভাবে আবার একসঙ্গে হলেন—এ নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করে তিনি লেখেন, আমাদের মাঝে চিরস্থায়ী ৩ তালাক বায়েন হয়নি, স্ত্রী কর্তৃক খুলা তালাক হয়েছিল। যেখানে উভয়ের সম্মতিতে যে কোন সময় নতুন বিবাহের মাধ্যমে সংসার শুরু করার সুযোগ থাকে! সেটাই হয়েছে। ওয়ামা আ'লাইনা ইল্লাল বা'লাগ।

তিনি লেখেন, দুনিয়া ক্ষণস্থায়ী; এখানে সবই সাময়িক। জীবনে কতটা প্রতারণা বা ধোঁকা পাওয়া যায় তা জানা কঠিন, আর এই দুনিয়ায় কারও বেশি দিন বেঁচে থাকারও নিশ্চয়তা নেই। পরকালের হিসেব-নিকেশ ও জান্নাতের সাফল্যই শেষ পর্যন্ত আসল।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X