শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

চার্চ অব ইংল্যান্ডের প্রধান ধর্মযাজক নারী, বিশ্বজুড়ে তোলপাড়-বিস্ময়

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫, ০৫:৩০ পিএম আপডেট : ০৩ অক্টোবর ২০২৫, ০৫:৪৩ পিএম
বিশপ সারাহ মুল্যালি
expand
বিশপ সারাহ মুল্যালি

১৪০০ বছরের ঐতিহ্য ভেঙে চার্চ অব ইংল্যান্ডে প্রথমবারের মতো নারী আর্চবিশপ নিয়োগ পেলেন লন্ডনের বিশপ সারাহ মুল্যালি।

তিনি হচ্ছেন ক্যান্টারবারির ১০৬তম আর্চবিশপ এবং বিশ্বজুড়ে প্রায় ৮ কোটি ৫০ লাখ অ্যাঙ্গলিকান অনুসারীর আধ্যাত্মিক নেতৃত্বে আসীন হতে যাচ্ছেন।

৬৩ বছর বয়সী মুল্যালি এর আগে ক্যান্সার নার্স এবং যুক্তরাজ্যের চিফ নার্সিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

২০১৮ সালে তিনি লন্ডনের প্রথম নারী বিশপ নির্বাচিত হন এবং চার্চে নারীর অধিকারের পক্ষে সক্রিয় কণ্ঠ হিসেবে পরিচিতি পান। তার এই নিয়োগে বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। অনেক খ্রিস্টান এতে বিস্ময় প্রকাশ করে বলেছেন এটা হতে পারে না।

তিনি জাস্টিন ওয়েলবির স্থলাভিষিক্ত হচ্ছেন। ওয়েলবি গত বছর পদত্যাগ করেন, কারণ তার নেতৃত্বে অতীতে চার্চের সামার ক্যাম্পে কিশোরদের ওপর যৌন নির্যাতনের অভিযোগ যথাযথভাবে তদন্ত হয়নি বলে সমালোচনা ওঠে।

যদিও সরাসরি তার বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না, তবে এই কেলেঙ্কারি তার নেতৃত্বের সমাপ্তি ঘটায়।

ওয়েলবির সময়ে তিনি রানী দ্বিতীয় এলিজাবেথের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া এবং রাজা তৃতীয় চার্লসের অভিষেক পরিচালনা করেন।

এছাড়া অভিবাসনসহ বিভিন্ন বিষয়ে তিনি সরব জনমুখী কণ্ঠ ছিলেন।

সারাহ মুল্যালির দায়িত্ব গ্রহণকে চার্চের ইতিহাসে এক নতুন অধ্যায় হিসেবে দেখা হচ্ছে। তবে রক্ষণশীল দিকের বিশপদের ভিন্নমতের কারণে এটি বিতর্কও তৈরি করতে পারে।

এখন তার বড় চ্যালেঞ্জ হবে চার্চের বিশ্বাসযোগ্যতা পুনর্গঠন, তরুণদের সুরক্ষা নিশ্চিত করা এবং ভিন্নমত দূর করে ঐক্য প্রতিষ্ঠা করা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন