বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

প্যারিসে এম এ জি ওসমানীর ১০৭তম জন্মবার্ষিকী পালিত

বিশেষ প্রতিনিধি
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৮ পিএম
প্যারিসে এম এ জি ওসমানীর জন্মবার্ষিকী পালিত
expand
প্যারিসে এম এ জি ওসমানীর জন্মবার্ষিকী পালিত

ফ্রান্সের রাজধানী প্যারিসে বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানীর ১০৭তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩১ আগস্ট) গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন ফ্রান্সের উদ্যোগে প্যারিসের শাহজালাল হলরুমে এ অনুষ্ঠান হয়।

সংগঠনটির সভাপতি ফয়ছল উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা সালেহ আহমদ চৌধুরী, জাতীয় স্বর্ণপদকপ্রাপ্ত সংগঠক তাইজুল ফয়েজ, নুর খান, হাজী কাওছার আহমদ, বাংলাদেশ কমিউনিটি ওভার বিলিয়ে মাদ্রাসার মুহতামিম হাফিজ জিল্লুর রহমান, জয়নাল আবেদীনসহ প্রবাসী কমিউনিটির নেতারা উপস্থিত ছিলেন।

বক্তারা তাদের আলোচনায় মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানীর বর্ণাঢ্য জীবন, তার নেতৃত্ব, দেশপ্রেম ও অবদান নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ ছাড়া সংগঠনের সহ-সভাপতি আব্দুল আহাদ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহেদ আহমদ, সাংগঠনিক সম্পাদক লুকুছ মিয়া, সহ আইন বিষয়ক সম্পাদক নাজমুল হাসান, সাহেদ আহমদ, মাতাব হোসেন প্রমুখ উপস্থিত থেকে বক্তব্য দেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন