বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

‘ইতালি সরকার অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানোর পরিকল্পনা করছে’

ইতালির রোম থেকে সজীব আহমেদ রিওন
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ০৯:৪৩ পিএম
ইতালি সরকার অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের ফেরত পাঠানোর পরিকল্পনা গ্রহণ করেছে।
expand
ইতালি সরকার অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের ফেরত পাঠানোর পরিকল্পনা গ্রহণ করেছে।

ইতালি সরকার অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের ফেরত পাঠানোর পরিকল্পনা গ্রহণ করেছে। তবে একইসঙ্গে বৈধ প্রক্রিয়ায় নতুন করে বাংলাদেশি কর্মী নেওয়ার সুযোগও তৈরি হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (১৪ অক্টোবর) রোমে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি বলেন, এই সুযোগ কাজে লাগাতে হলে আমাদের দেশে প্রশিক্ষিত ও দক্ষ কর্মী প্রস্তুত রাখতে হবে।

সভায় জুলাই মাসের অভ্যুত্থানের পর দেশের অর্থনীতির অবস্থা প্রসঙ্গে মন্তব্য করে ইউনূস বলেন, রেমিট্যান্স ছাড়া দেশের অর্থনীতি চালু রাখা সম্ভব হতো না।

তিনি জানান, রাজনৈতিক অস্থিরতা ও বৈদেশিক বিনিয়োগে ভাটা পড়ার প্রেক্ষাপটে প্রবাসীদের পাঠানো অর্থই বর্তমানে দেশের অর্থনীতিকে সচল রেখেছে। দেশের প্রতি প্রবাসীদের এই অবদানকে তিনি ‘অমূল্য’ হিসেবে অভিহিত করেন।

প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, সরকার প্রবাসীদের কল্যাণে কাজ করছে এবং রেমিট্যান্স পাঠানোর প্রক্রিয়া আরও সহজ, নিরাপদ ও কার্যকর করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে।

সভায় তিনি প্রবাসীদের প্রতি আহ্বান জানান, যেন তারা বৈধতা রক্ষার পাশাপাশি দক্ষতা ও প্রশিক্ষণের মাধ্যমে ভবিষ্যতের জন্য নিজেদের আরও প্রস্তুত করে তোলে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন