বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ব্যারিস্টার হামিদ হুসাইন আজাদ পুনর্নির্বাচিত

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫, ১২:২৮ পিএম
ব্যারিস্টার হামিদ হুসাইন আজাদ
expand
ব্যারিস্টার হামিদ হুসাইন আজাদ

লন্ডনের মুসলিম সেন্টারে অনুষ্ঠিত মুসলিম কমিউনিটি অ্যাসোসিয়েশন (এমসিএ), ইউরোপের দ্বি-বার্ষিক সাধারণ সভা (AGM) সফলভাবে সম্পন্ন হয়েছে।

যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে শতাধিক প্রতিনিধি সভায় অংশ নেন।

সাধারণ সভার সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ব্যারিস্টার হামিদ হুসাইন আজাদ।

সভা পরিচালনা করেন মহাসচিব নুরুল মাতিন চৌধুরী।

অনুষ্ঠানটি পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়।

উদ্বোধনী বক্তব্যে এমসিএ উপদেষ্টা পরিষদের সদস্য শাইখ আব্দুল কায়িউম বলেন, নেতৃত্ব কোনো ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা নয়; বরং বিনয়, জবাবদিহিতা ও আন্তরিক সেবার মাধ্যমে তা পালন করতে হয়।

সভায় আঞ্চলিক ও শুরা কাউন্সিলের নির্বাচন সম্পন্ন হওয়ার পরে কেন্দ্রীয় সভাপতির পদে ভোট গ্রহণ করা হয়।

২০২৫–২০২৭ মেয়াদের জন্য ব্যারিস্টার হামিদ হুসাইন আজাদ সদস্যদের ভোটে পুনর্নির্বাচিত হন। ফলাফল ঘোষণার পর তিনি শপথ গ্রহণ করেন এবং নবনির্বাচিত আঞ্চলিক সভাপতি ও শুরা কাউন্সিল সদস্যদেরও শপথ বাক্য পাঠ করান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন