বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আবুধাবিতে ৬৬ কোটি টাকা জিতলেন বাংলাদেশি যুবক

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫, ১২:০০ পিএম
র‍্যাফল ড্র অনুষ্ঠানে প্রবাসী হারুনকে কল করে লটারি জেতার খবর জানাচ্ছেন দুই উপস্থাপক।
expand
র‍্যাফল ড্র অনুষ্ঠানে প্রবাসী হারুনকে কল করে লটারি জেতার খবর জানাচ্ছেন দুই উপস্থাপক।

সংযুক্ত আরব আমিরাতে লটারি জিতে কপাল খুলে গেলো প্রবাসী বাংলাদেশি হারুন সরদার নুর নবী সরদারের। তিনি পেশায় একজন ট্যাক্সিচালক।

হারুন সরদার ‘বিগ টিকিট’ লটারির ই-ড্রতে জিতলেন ২০ মিলিয়ন দিরহাম। যা বাংলাদেশি অর্থে ৬৬ কোটি টাকার কিছু বেশি।

খালিজ টাইমসের প্রতিবেদন অনুযায়ী, আবুধাবিতে সেপ্টেম্বর মাসের গ্রান্ড প্রাইজের ড্র হয়েছে শুক্রবার। আর তাতেই ভাগ্যের চাকা ঘুরেছে ৪৪ বছর বয়সী এ প্রবাসীর।

২০০৯ সালে আরব আমিরাত যান হারুন। ১৫ বছর ধরে শারজায় থাকছেন। সেখানে ট্যাক্সি চালান। প্রতি মাসেই আবুধাবির বিগ টিকেট লটারি কেটে আসছিলেন তিনি। অবশেষে সেই ভাগ্য খুলল এতদিন পর।

ওই বাংলাদেশি ছাড়াও ‘বিগ টিকেট’ লটারিতে ভারত, বাংলাদেশ ও পাকিস্তানের চারজন প্রত্যেকে ৫০ হাজার দিরহাম করে জিতেছেন।

শারজাহতে প্রবাসী আরেক বাংলাদেশি রেঞ্জ রোভার ভেলার গাড়ি জিতেছেন। ‘বিগ উইন কনটেস্ট’ এ ভারত ও বাংলাদেশের চারজন প্রবাসী দেড় লাখ দিরহাম, ১ লাখ ১০ হাজার দিরহাম ও ৮৫ হাজার দিরহাম জিতেছেন।

অক্টোবরের গ্রান্ড প্রাইজ আড়াই কোটি দিরহাম কার ভাগ্যে রয়েছে, সেটি জানা যাবে ৩ নভেম্বর। সেদিন ওই লটারির ড্র হবে।

গ্রান্ড প্রাইজ ছাড়াও প্রতি সপ্তাহে পাঁচজনের প্রত্যেকে পাবেন ২৪ ক্যারেটের আড়াইশ গ্রাম সোনার বার।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন