

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইতালির ঐতিহাসিক পর্যটন নগরী ভেনিসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ভেনিসের মেস্ত্রে শহরের বাংলাদেশ সেন্টার রেস্টুরেন্ট হলে আয়োজিত এই সভায় বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সকল বাধা-বিপত্তি অতিক্রম করে সুস্থভাবে দেশে অবস্থান করছেন এবং তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরে আসবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেন। তারা আরও বলেন, নীল নকশার নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় এলেও তা জনগণ কখনও মেনে নেয়নি। সামনে সুষ্ঠু নির্বাচনের দাবিতে দেশ-বিদেশে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা এবং দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক সভাপতি আব্দুল আজিজ সেলিম এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক আরফান মাস্টার। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, প্রধান উপদেষ্টা রফিকুজ্জামান ঠাকুর, সহ-ত্রাণ উপদেষ্টা মনসুর ফেদা (ইতালি বিএনপি), সিনিয়র সহ-সভাপতি আব্দুল জব্বার মাঝি, সহ-সভাপতি সাইফুল ইসলাম ভুট্টু, ফারুক শেখ, যুবরাজ দেওয়ান, শেখ আব্দুল জলিল তালুকদার, আবদুল রউফ বেপারী, নিপু ভূঁইয়া, ইউনুস মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন চুকিদার, আব্দুল হালিম, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম সরদার, যুবদল ও অঙ্গসংগঠনের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ, যেমন ফখরুল চৌধুরী, মিজানুর রহমান, রামিম দেওয়ান, সজীব পেদা, মো. পারভেজ প্রমুখ।
বক্তারা দেশ-বিদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং একটি গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
পরিশেষে নৈশভোজের মাধ্যমে আলোচনা সভার সমাপ্তি হয়।
মন্তব্য করুন