বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ভারতীয়দের আমেরিকা যাওয়ার স্বপ্ন লন্ডভণ্ড

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৫ পিএম আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৩ পিএম
expand
ভারতীয়দের আমেরিকা যাওয়ার স্বপ্ন লন্ডভণ্ড

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এইচ-১বি ভিসার ফি হঠাৎ করে বাড়িয়ে দেওয়ায় হাজারো ভারতীয় তরুণ-তরুণীর আমেরিকায় কাজের স্বপ্ন লন্ডভন্ড হয়ে পড়েছে।

আগে যেখানে একটি এইচ-১বি ভিসার খরচ ছিল প্রায় ২ হাজার ডলার, সেখানে এখন তা লাফিয়ে বেড়ে ১ লাখ ডলারের কাছাকাছি পৌঁছেছে। এর ফলে একজন বিদেশি কর্মী নিয়োগে মার্কিন নিয়োগদাতাদের ব্যয় দাঁড়াচ্ছে ন্যূনতম ১ লাখ ৬০ হাজার ডলার। খরচের চাপের কারণে অনেক কোম্পানি বিদেশি বিশেষজ্ঞের বদলে স্থানীয় জনবল নিতে শুরু করেছে। (তথ্যসূত্র: আল জাজিরা)

মেঘনা গুপ্তা নামের ভারতীয় তরুণী জানান, ছোটবেলা থেকেই আমেরিকায় ক্যারিয়ার গড়ার ইচ্ছে ছিল। টাটা কনসালটেন্সি সার্ভিসেসে দীর্ঘদিনের পরিশ্রমের পর সুযোগ তৈরি হলেও, ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তে তাঁর পরিকল্পনা ভেস্তে গেছে। তিনি মন্তব্য করেন, “আমেরিকান ড্রিম এখন যেন কেবলই তামাশা।”

গত কয়েক দশক ধরে এইচ-১বি ভিসায় ভারতীয়রাই সংখ্যাগরিষ্ঠ। ২০২৪ সালে মোট ভিসার প্রায় ৭০ শতাংশ ভারতীয়দের হাতে গেছে। নতুন নীতি কার্যকরের পর সেই প্রবণতায় বড় ধাক্কা লাগার শঙ্কা রয়েছে।

ভারতের বাণিজ্য বিশেষজ্ঞ অজয় শ্রীবাস্তব মনে করেন, আইটি, সফটওয়্যার উন্নয়ন, প্রকল্প ব্যবস্থাপনা ও স্বাস্থ্যখাতের ব্যাক-এন্ড সাপোর্ট—যেসব ক্ষেত্রে ভারতীয়রা নেতৃত্ব দিচ্ছিলেন—সে ক্ষেত্রগুলোতেই সবচেয়ে বড় ধাক্কা আসবে।

উত্তর আমেরিকান অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ান স্টুডেন্টসের প্রতিষ্ঠাতা সুধাংশু কৌশিক বলেন, “এই নীতির আসল উদ্দেশ্য বিদেশি কর্মীদের ভয় দেখানো এবং বোঝানো যে তারা এখানে স্বাগত নন।”

এদিকে মার্কিন বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো বলছে, এই সিদ্ধান্ত শুধু ভারতীয় পেশাজীবীদের ক্ষতি করবে না, বরং যুক্তরাষ্ট্রের নিজস্ব উদ্ভাবনশক্তি ও প্রতিযোগিতামূলক ক্ষমতাকেও দুর্বল করে দেবে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রধান সচিব পি. কে. মিশ্র জানিয়েছেন, ভারত সরকার দক্ষ জনশক্তিকে দেশে ফিরে আসতে উৎসাহিত করছে। তবে বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্রের এই কড়া অভিবাসন নীতি অনেককে বিকল্প হিসেবে কানাডা, অস্ট্রেলিয়া বা ইউরোপের দেশগুলোর দিকে ঠেলে দেবে।

ট্রাম্প প্রশাসনের নতুন ভিসা নীতি শুধু ভারতীয় আইটি খাতের জন্য নয়, বরং মার্কিন অর্থনীতির ওপরও গভীর প্রভাব ফেলবে বলে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন