শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

 হাংগেরিতে শহিদ হাদি হত্যার বিচারের দাবিতে সমাবেশ

হাংগেরি প্রতিনিধি
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ১১:২৬ পিএম
হাংগেরিতে শহিদ শরীফ উসমান হাদি হত্যার বিচারের দাবিতে সমাবেশ
expand
হাংগেরিতে শহিদ শরীফ উসমান হাদি হত্যার বিচারের দাবিতে সমাবেশ

হাংগেরির রাজধানী বুদাপেস্টে হাংগারিয়ান পার্লাম্যান্ট ভবন প্রাঙ্গনে বাংলাদেশী কমিউনিটির উদ্যোগে শহীদ শরীফ উসমান হাদির হত্যার বিচারের দাবিতে সমাবেশ আয়োজন করা হয়।

রোববার (২৫ জানুয়ারি) এই সমাবেশ হাদির বিচারের ইনকিলাব মঞ্চের হাদির বিচারের দাবির সাথে সংহতি প্রকাশ করে।

উক্ত সমাবেশে বক্তব্য রাখেন বুদাপেস্টে বসবাসরত বাংলাদেশীরা। উপস্থিত সবাই শহিদ ওসমান হাদির কর্ম, তার লালিত স্বপ্ন, হাদিকে হত্যা ষড়যন্ত্র ও বাস্তবায়নের নানা দিক আলোচিত হয়। তার বিচারে সরকারের নির্লিপ্ততার সমালোচনা করা হয়। সবা হাদির বিচার না হওয়া এবং হাদির স্বপ্নের বাংলাদেশ বিনির্মান না হওয়া অব্দি আমাদের সংগ্রাম জারি রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়। উল্লেখ্য সমাবেশে কয়েকজন ভিনদেশী নাগরিকও স্বপ্রনোদিতভাবে অংশগ্রহণ করে তাতে ভিন্নমাত্র যোগ করেন।

সমাবেশে ফখরুল ইসলাম বলেন, "হাদির হত্যার অন্যতম উদ্দেশ্য ছিলো রাষ্ট্রে ইনসাফের কথা বন্ধ করা। কিন্ত এই হাদি এখন প্রতিটি বাংলাদেশীতে সংক্রামিত হয়েছে, তাই তার হত্যার মধ্য দিয়ে ইনসাফের লড়াই বন্ধ করা যাবে না। আর যদি যদি এখন হাদির বিচার নাও হয়, নির্বাচিত সরকারও এর দায় এড়াতে পারবে না, এমনকি রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারেও এই বিচার রাখতে হবে।"

দেলোয়ার হোসাইন বলেন, হাদি এখন শুধু বাংলাদেশে সীমাবদ্ধ নেই, সে প্রতিটি দেশে, প্রতিটি বাংলাদেশীদের প্রাণে ছড়িয়ে গেছে। নোমান বাবু বলেন, হাদি হত্যার দাবি বাস্তবায়ন শুধু ইনকিলাব মঞ্চের নয়, প্রতিটি বাংলাদেশীর, এই মঞ্চ এখন প্রত্যেকটা বাংলাদেশীর। সমাবেশে সাজ্জাদ আহমেদ বলেন, আমাদের ভারতীয় আধিপত্যকে সব সময় নজরে রাখতে হবে,কারন এটা হদির লেগ্যাছি"।

সমাবেশে আরো কাজী তানিম, নিয়াজ মোর্শেদ প্রমূখ বক্তব্য জেরালো বক্তব্য রাখেন। সবাই পুনঃরায় সমাবেশ ও বাংলাদেশের যেকোন যৌক্তিক দাবিতে সমর্থনের প্রত্যেয় ব্যক্ত করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X