মঙ্গলবার
২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

মক্কা ও মদিনায় শিশু ও বয়স্কদের জন্য বিনামূল্যে সেফটি রিস্টব্যান্ড বিতরণ

মো. কামাল উদ্দিন, সৌদি আরব প্রতিনিধি
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ১১:২৭ এএম আপডেট : ২০ জানুয়ারি ২০২৬, ১১:৩৩ এএম
শিশু ও বয়স্কদের জন্য বিনামূল্যে সেফটি রিস্টব্যান্ড বিতরণ
expand
শিশু ও বয়স্কদের জন্য বিনামূল্যে সেফটি রিস্টব্যান্ড বিতরণ

সৌদি আরবের মক্কার পবিত্র মসজিদুল হারামে ও মজিদুল নববীতে শিশু ও বয়স্কদের জন্য বিনামূল্যে সেফটি রিস্টব্যান্ড বিতরণ।

শিশু ও বয়স্ক মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে সৌদি কর্তৃপক্ষ মসজিদুল হারামের ভেতরে ও মসজিদুল নববীর ভেতরে বিনামূল্যে সেফটি রিস্টব্যান্ড বিতরণ করছে।

হারিয়ে যাওয়া শিশু ও বয়স্কদের দ্রুত খুঁজে পেতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। রিস্টব্যান্ডে প্রয়োজনীয় যোগাযোগের তথ্য যুক্ত থাকে।

মক্কার গ্র্যান্ড মসজিদে প্রবেশের সময় অভিভাবকেরা নির্ধারিত গেট থেকে এই রিস্টব্যান্ড সংগ্রহ করতে পারবেন। সপ্তাহের সাত দিন, দিন-রাত চব্বিশ ঘণ্টা রিস্টব্যান্ড সরবরাহ করা হয়। এটি পাওয়া যাচ্ছে আজিয়াদ গেট নম্বর ৩ এবং কিং ফাহদ গেট নম্বর ৭৯-এ।

রিস্টব্যান্ড ব্যবহারের ফলে মসজিদুল হারাম ও নববীতে শিশু ও বয়স্কদের নিরাপত্তা থাকে। শিশু ও বৃদ্ধা ভিড়ের মধ্যে কেউ হারিয়ে গেলে তাকে সহজেই শনাক্ত করা যায়।

নিরাপত্তাকর্মী ও মসজিদের স্বেচ্ছাসেবকদের এ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তারা যদি কোনো হারিয়ে যাওয়া শিশু বা বয়স্ককে পান, সঙ্গে সঙ্গে রিস্টব্যান্ড পরীক্ষা করেন।।

রিস্টব্যান্ডে প্রয়োজনীয় যোগাযোগের তথ্য যুক্ত থাকে। এতে হারিয়ে যাওয়া ব্যক্তি খুব অল্প সময়ের মধ্যেই পরিবারের কাছে ফিরে যেতে পারেন।

প্রতিটি রিস্টব্যান্ডে একটি আলাদা আরএফআইডি আইডি থাকে। ভিড়ের মধ্যে কেউ বিচ্ছিন্ন হলে নিরাপত্তা কর্মীরা স্ক্যান করে দ্রুত অবস্থান শনাক্ত করেন। এই রিস্টব্যান্ড একজন মুসল্লির পুরো অবস্থানকাল জুড়ে সক্রিয় থাকে।

মসজিদ থেকে বের হওয়ার সময় এটি নিষ্ক্রিয় করে দেওয়া হয়। এর জন্য কোনো অর্থ দিতে হয় না।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X