সোমবার
১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

কাবা শরিফে নতুন সংযোজন

সৌদি আরব প্রতিনিধি
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ০৬:৩৬ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

সৌদি আরবের মক্কায়-বৃদ্ধ হাজীরা কাবা শরিফ ও সাফা মারওয়া তোওয়াফ সহজ করতে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে সৌদি আরব। আল্লাহর মেহমানদের জন্য সৌদি সরকার দিন দিন নতুন নতুন সংযোজন আনছেন। দীর্ঘ কয়েক বছর আগে তাওয়াফের জন্য বৈদ্যুাতিক গাড়ি নামিয়েছেন তারা। বর্তমানে গাড়িগুলোর নতুন সংস্করণ যোগ করেছে সৌদি সরকার।

একসময় বৃদ্ধ হাজিদেরকে কাঠের খাটিয়ায় চড়িয়ে তাওয়াফ করানো হতো। এক সময়কার কাঠের খাটিয়া থেকে বর্তমানে ল তাওয়াফে কাবায় ব্যবহার হচ্ছে অত্যাধুনিক বৈদ্যুতিক গাড়ি। কাবাঘরের হজ-ওমরাহ পালনকারী বৃদ্ধ-বৃদ্ধা বয়স্কদের সুযোগ-সুবিধা এই গাড়িগুলোর সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে।

প্রাচীনকালে কাবার তাওয়াফের সময় আল-শবরিয়াহ ব্যবহার করা হতো, এটি একটি কাঠের পালকি। প্রতিবন্ধী ও বয়স্ক হজ-ওমরাহ পালনকারীরা সেটাতে বসলে দুইজন সেটা বহন করে তাওয়াফ করাতো।

বর্তমান সরকার প্রতিবন্ধী ও অসুস্থ ব্যাক্তিদের তাওয়াফের জন্য প্রায় ১৫ হাজার বৈদ্যুতিক গাড়ি বিভিন্ন স্পটে ব্যবহার করছেন। যারা বৃদ্ধ বা অসুস্থ, প্রতিবন্ধী তারা সেগুলো ব্যবহার করে কাবা শরিফ তাওয়াফ সম্পন্ন করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X