

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ইতালির পালেরমো শহরের পিয়াচ্ছা নোসে বাংলা স্কুলে পঞ্চম শ্রেণি উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে সনদ প্রদান এবং প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে নতুন বাংলা পাঠ্যবই বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালিস্থ বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব আসিফ আনাম সিদ্দিকী।
প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে বাংলা ভাষা ও নিজস্ব সংস্কৃতি চর্চার গুরুত্ব তুলে ধরতেই এই বিশেষ আয়োজন করা হয়। ২০২২ সালে প্রতিষ্ঠিত এই স্কুলটি সিসিলিতে বাংলা ভাষা শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। বিতরণকৃত বইগুলো সরাসরি বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো হয়েছে।
স্কুলের চেয়ারম্যান শহিদুল আব্দুলের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। এ সময় শিক্ষার্থীদের নিজস্ব পরিবেশনা ও সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে অনুষ্ঠানটি এক আনন্দঘন মিলনমেলায় পরিণত হয়।
প্রবাসে জন্ম নেওয়া শিশুদের শেকড়ের সঙ্গে যুক্ত রাখতে ইতালির প্রতিটি শহরে এমন বাংলা স্কুল থাকা প্রয়োজন বলে মনে করেন অভিভাবকরা।
মন্তব্য করুন
