শুক্রবার
০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ইতালিতে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

ইতালি প্রতিনিধি
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ১১:২২ এএম
ইতালির রাজধানী রোমে দোয়া মাহফিল
expand
ইতালির রাজধানী রোমে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় ইতালির রাজধানী রোমে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোম মহানগর বিএনপির উদ্যোগে গত ৪ জানুয়ারি, বাদ এশা রোমের প্রেনেস্তিনা মক্কি মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তার অবদান এবং দেশের প্রতি তার ত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

এ সময় তার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।

অনুষ্ঠানে রোম মহানগর বিএনপির নেতৃবৃন্দসহ ইতালি বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তারা বক্তব্যে বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় আজীবন সংগ্রাম করে গেছেন। তার আদর্শ ও নেতৃত্ব ভবিষ্যত প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

দোয়া মাহফিলটি ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শোকাবহ পরিবেশে অনুষ্ঠিত হয়। শেষে মরহুমার আত্মার শান্তি কামনায় দেশ, জাতি ও প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X