বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫, ১০:০০ এএম
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অস্ট্রেলিয়া শাখা বিএনপির উদ্যোগে সিডনির লাকেম্বা প্যারেডে আয়োজন করা হয় এক আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা।
expand
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অস্ট্রেলিয়া শাখা বিএনপির উদ্যোগে সিডনির লাকেম্বা প্যারেডে আয়োজন করা হয় এক আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অস্ট্রেলিয়া শাখা বিএনপির উদ্যোগে সিডনির লাকেম্বা প্যারেডে আয়োজন করা হয় এক আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা।

সভায় সভাপতিত্ব করেন বিএনপির নেতা মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফ এবং পরিচালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল হাসান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।

নিউ সাউথ ওয়েলসের সিনেটর ডেভ শর্মা পাঠানো এক শুভেচ্ছা বার্তায় বাংলাদেশের মানুষের সাহস ও সংকল্পের প্রশংসা করেন। তিনি উল্লেখ করেন, গত এক বছরে বাংলাদেশের জনগণ তাদের স্বাধীনতা ও সাংবিধানিক অধিকার পুনরুদ্ধারে যে দৃঢ়তা প্রদর্শন করেছে, তা সত্যিই প্রশংসনীয়।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সভাপতি মনিরুল হক জর্জ, উপদেষ্টা পরিষদের সদস্য রুহুল আহমেদ সওদাগর, সহ-সভাপতি এসএম নিগার এলাহী চৌধুরী, অ্যাডভোকেট মোবারক হোসেন, কামরুল হাসান আজাদ, মোহাম্মদ কামরুজ্জামান মোল্লা ঝিন্টু, আব্দুল মালেক মানিক, সাংগঠনিক সম্পাদক এএনএম মাসুম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সামাদ শিবলু, মো. খাইরুল কবির পিন্টু, মোহাম্মদ কুদ্দুসুর রহমান, যুবদল সভাপতি ইঞ্জিনিয়ার মিনহাজ উদ্দিন, আরমান হোসেন ভূঁইয়া, এসএম খালেদ, নিউ সাউথ ওয়েলস বিএনপির সভাপতি মোহাম্মদ ইরফান খান, প্রচার সম্পাদক লিন্টাস পেরেরা, মৌহাইমেন খান চৌধুরী মিশু, যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেনসহ আরও অনেকে।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক আয়োজনে সংগীত পরিবেশন করেন মেহেদী ও অনন্যা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন