

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নিউ জার্সি স্টেট সাউথ বিএনপি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আটলান্টিক সিটির বাংলাদেশ কমিউনিটি সেন্টারে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বুধবার (১৭ সেপ্টেম্বর) নিউ জার্সি স্টেট সাউথ বিএনপি যুক্তরাষ্ট্রের সভাপতি জনাব সৈয়দ মোহাম্মদ কাউছারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জুম কলে অংশ গ্রহণ করেন কেন্দ্রীয় বিএনপির আত্নর্জাতিক সম্পাদক এবং বহিঃবিশ্ব, তথা আমেরিকা, কানাডা ও ইউরোপ এর সাংগঠনিক সমন্নয়ক জনাব আনোয়ার হোসেন খোকন।
গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য এবং যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি জনাব আব্দুল লতিফ সম্রাট। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নিউ জার্সি স্টেট সাউথ বিএনপি যুক্তরাষ্ট্রের সাধারণ সম্পাদক জনাব মোঃ মোখলেছুর রহমান বাবুল। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন প্যানসালভেনিয়া স্টেট বিএনপির সভাপতি জনাব মোঃ শাহ ফরিদ, নিউইয়র্ক মহানগর উত্তরের সভাপতি জনাব আহবাব চৌধুরী,সহ সভাপতি জাহাংগীর আলম সাধারণ সম্পাদক জনাব মোঃ ফয়েজ চৌধুরি এবং প্যান্সেলভিনিয়া বিএনপির সাধারণ সম্পাদক জনাব নাহিদ নিয়াজ অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন জনাব গিয়াস উদ্দিন পাঠান।
তারপর জাতীয় সংগীত এবং বিএনপির দলীয় সংগীত পরিবেশন করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নিউ জার্সি স্টেইট বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ সাখাওয়াত হোসেন।
সবশেষে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলাদেশের তরুণ শিল্পী ত্রিনিয়া হাসান এর চমৎকার পরিবেশনা উপস্থিত সকলেই বেশ উপভোগ করেন।
মন্তব্য করুন
