রবিবার
২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

তিতুমীর কলেজে ছাত্রদল ও শিবিরের মধ্যে সংঘর্ষ, আহত কয়েকজন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ০৮:৪৫ এএম
ছাত্রদল ও শিবিরের লোগো
expand
তিতুমীর কলেজে ছাত্রদল ও শিবিরের মধ্যে সংঘর্ষ, আহত কয়েকজন

রাজধানীর সরকারি তিতুমীর কলেজে ব্যানার টানানোকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের সদস্যদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

শনিবার (২২ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে কলেজের প্রধান ফটকের সামনে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে, যাতে একজন সাংবাদিকসহ কয়েকজন আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, কলেজের প্রধান ফটকে থাকা মুক্তিযুদ্ধভিত্তিক এক প্রতিকৃতির ওপর ছাত্রশিবিরের পক্ষ থেকে একটি ব্যানার টানানো হয়।

এতে অসন্তোষ প্রকাশ করে ছাত্রদলের কয়েকজন সেটি খুলে ফেলে। পরে শিবিরের কর্মীরা আবার ব্যানার ঝুলাতে এলে দুই পক্ষের মধ্যে নতুন করে সংঘর্ষ হয়।

ঘটনার সময় ভিডিও ধারণ করতে গিয়ে হামলার শিকার হন সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সাবেক সভাপতি ও বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদক তাওসিফ মাইমুন। তিনি বলেন, সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে সমিতির কার্যালয়ের সামনে অবস্থান করছিলাম।

হঠাৎ ছাত্রদলের কয়েকজন এসে আমাকে লক্ষ্য করে মারধর শুরু করে। পরিস্থিতি গুরুতর হলে সমিতির অন্যান্য সদস্যদের বাঁচাতে এগোতেই মাথায় লাঠির আঘাত পাই এবং বেশ কিছুক্ষণ ধরে বেধড়ক প্রহার করা হয়।

তিনি আরও জানান, পরে তাকে টেনে কলেজ মাঠে নিয়ে যাওয়া হয় এবং সেখানেও হামলা চালানো হয়। এ সময় তার মানিব্যাগ ও সঙ্গে থাকা টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও করেন তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন