

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নিজেকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ইউনিয়ন সভাপতি দাবি করে পদত্যাগ করেছেন মো. ফোরকান আহমেদ জিসান।
একই সঙ্গে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদানের ঘোষণা দিয়েছেন।
তবে এ বিষয়ে ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন গলাচিপা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি কাজী খায়রুল ইসলাম।
তার দাবি, জিসান আগে জামায়াতের বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত থাকলেও শিবিরের আনুষ্ঠানিক কোনো কমিটিতে ছিলেন না।
যে ইউনিয়নের সভাপতি হিসেবে নিজেকে পরিচয় দিচ্ছেন, সেখানে শিবিরের কোনো কাঠামোই নেই বলে তিনি উল্লেখ করেন। খায়রুলের মতে, রাজনৈতিক প্রতিশোধ হিসেবেই কেউ তাকে ব্যবহার করছে।
অন্যদিকে গলাচিপা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় রুবেল জানান, জিসান তাদের কাছে এসে যোগদানের আগ্রহ প্রকাশ করেছেন।
তিনি দাবি করেছেন, চরবিশ্বাস ইউনিয়ন শিবিরের সভাপতির দায়িত্বে ছিলেন।
রুবেল বলেন, “সে যেহেতু জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে এসেছে, আমরা তাকে স্বাগত জানিয়েছি। পরবর্তীতে তার কার্যক্রম দেখে আনুষ্ঠানিক সদস্যপদ দেওয়া হবে।”
এর আগে বৃহস্পতিবার (২ অক্টোবর) জিসান নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তা প্রকাশ করেন। সেখানে তিনি জানান, প্রায় এক বছর চরবিশ্বাস ইউনিয়ন শিবিরের সভাপতির দায়িত্ব পালন করেছেন।
তবে শিবিরের রাজনীতি তার ভালো লাগছে না বলে এখন ছাত্রদলের সঙ্গে যুক্ত হচ্ছেন। জিয়াউর রহমানের আদর্শই তাকে নতুনভাবে অনুপ্রাণিত করেছে বলে মন্তব্য করেন তিনি।
মন্তব্য করুন
