শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাইযোদ্ধাদের সমন্বয়ে নতুন সংগঠনের আত্মপ্রকাশ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ০৬:২২ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া শিক্ষার্থীদের উদ্যোগে নতুন রাজনৈতিক ও সামাজিক প্ল্যাটফর্ম ‘অভ্যুত্থান বাস্তবায়ন আন্দোলন (এইম)’ আত্মপ্রকাশ করেছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত এই প্ল্যাটফর্মের মূল লক্ষ্য হলো জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন করা।

শনিবার (২৪ জানুয়ারি) সকালে জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক অনুষ্ঠানে সংগঠনটির লক্ষ্য, রূপরেখা এবং আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আয়াতুল্লাহ বেহেস্তী এবং সদস্যসচিব করা হয়েছে শেখ নাজমুস সাকিবকে।

এ ছাড়া কমিটির অন্যান্য সদস্য হলেন—রাফিদ, শামস, স্বাধীন, শিপু, মঈন, তৌফিক শাহরিয়ার, জারিফ, সোহান, ইশতিয়াক, শিপন ও গালিব। অনুষ্ঠানে জানানো হয়, পরবর্তীতে ৩০ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

অনুষ্ঠানে লিখিত বক্তব্যে আয়াতুল্লাহ বেহেস্তী বলেন, জুলাই গণ-অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের অপার সম্ভাবনা যেন নষ্ট না হয়ে যায় এবং এই বিপ্লব যেন কোনো নির্দিষ্ট গোষ্ঠীর দখলে না চলে যায়—এই শঙ্কা ও ঐতিহাসিক দায়বদ্ধতা থেকেই এই প্ল্যাটফর্মের যাত্রা। জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ধারণ করে বৈষম্যহীন ও সম্ভাবনাময় বাংলাদেশ গড়াই তাদের মূল লক্ষ্য।

তিনি বলেন, গণ-অভ্যুত্থানের ১৭ মাস পেরিয়ে গেছে। একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে দেশকে ফ্যাসিস্টমুক্ত করা হলেও এখন সেই সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে। এই আশঙ্কা থেকেই ‘অভ্যুত্থান বাস্তবায়ন আন্দোলন’-এর আত্মপ্রকাশ। তারা কোনো এনজিও গঠন করতে কিংবা রাজনৈতিক স্বার্থের দোকান খুলতে আসেননি বলেও উল্লেখ করেন তিনি।

তারা বলেন, জুলাইয়ের রক্ত বৃথা যেতে পারে—এই ভয় থেকেই আজকের এই জাগরণ। বিপ্লব নিয়ে আবেগী রোমান্টিসিজমের সময় শেষ; এখন সময় এসেছে হিসাব চাওয়ার। কারণ, এই অভ্যুত্থান কোনো দুর্ঘটনা নয়, বরং ছাত্র-জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সংঘটিত এক গণ-অভ্যুত্থান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X