

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, সঠিক বিচারিক প্রক্রিয়ায় দোষীদের শাস্তি নিশ্চিত করা হবে। তিনি দাবি করেন, বিচার এমন মান বজায় রেখে সম্পন্ন হবে যা আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে।
রবিবার (১৪ সেপ্টেম্বর) জাপানের ওসাকার ইকোনো কুমিন সেন্টারে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
সারজিস আলম বলেন, “আমরা কখনো লোক দেখানো বিচার চাই না। বিচার হবে সঠিক প্রমাণ ও প্রক্রিয়ার ভিত্তিতে, যাতে ভবিষ্যতে তা প্রশ্নবিদ্ধ না হয়।”
এ সময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী সংবিধান পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে বলেন, “গত কয়েক দশকে রাজনৈতিক উদ্দেশ্যে অনেককে অন্যায়ভাবে দমন করা হয়েছে। দেশের স্বার্থে এ ব্যবস্থা সংস্কার করা জরুরি।”
মতবিনিময় সভায় প্রবাসীরা কয়েকটি দাবি জানান—
জাপান থেকে বাংলাদেশে সরাসরি ফ্লাইট চালুর ব্যবস্থা
প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতকরণ
জাপানে মৃত্যুবরণকারী বাংলাদেশিদের মরদেহ সহজে দেশে নেওয়ার সুবিধা
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিপির ডায়াসপোরা অ্যালায়েন্সের এশিয়া প্রতিনিধি জুবায়ের সরদার। আরও বক্তব্য রাখেন যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহাবুব আলম, ওসাকা প্রতিনিধি মিরাজ, মঈনুল, সৌরভ ও সাজ্জাদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন হাসান বিন রহিম।
মন্তব্য করুন