

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জানিয়েছে, তারা কোনো যুগপৎ আন্দোলন বা রাজনৈতিক জোটে এখনই যোগ দিচ্ছে না। এ বিষয়ে একটি সংবাদমাধ্যমে প্রকাশিত খবরকে বিভ্রান্তিকর বা ‘মিস লিডিং’ বলে দাবি করেছে দলটি।
শনিবার (১৩ সেপ্টেম্বর) এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক লিয়াজোঁ প্রধান আরিফুল ইসলাম আদীবের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দিনের শুরুতে একটি অনলাইন সংবাদমাধ্যমে ‘৪ দাবিতে মাঠে নামছে জামায়াত–এনসিপিসহ ৮ দল’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সেখানে বলা হয়েছিল, জুলাই সনদের বাস্তবায়ন, জাতীয় সংসদে পুরোপুরি সংখ্যানুপাতিক (পিআর) নির্বাচন, ভোটের জন্য সমান মাঠ তৈরি এবং জাতীয় পার্টি ও ১৪–দলীয় জোটের কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে যুগপৎ কর্মসূচি নিতে যাচ্ছে জামায়াত, এনসিপিসহ আটটি রাজনৈতিক দল।
তবে কয়েক ঘণ্টার মধ্যে এনসিপি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানায়, জুলাই সনদ, নতুন সংবিধান প্রণয়নের মতো ইস্যুতে অন্য রাজনৈতিক দলের সাথে তাদের অনানুষ্ঠানিক আলাপ হয়েছিল ঠিকই, কিন্তু পুরোপুরি সংখ্যানুপাতিক নির্বাচনের বিষয়ে এনসিপির কোনো সিদ্ধান্ত নেই। শুধু উচ্চকক্ষের ক্ষেত্রে তারা পিআর পদ্ধতির পক্ষে।
একইসাথে দলটি জানায়, সন্ত্রাসবাদ ও ফ্যাসিবাদের সহযোগী হিসেবে জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম বন্ধের দাবিকে তারা সমর্থন করবে।
মন্তব্য করুন
