শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

চার দফা দাবি নিয়ে যুগপৎ কর্মসূচিতে আট রাজনৈতিক দল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৭ পিএম
জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সহ আটটি রাজনৈতিক দল
expand
জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সহ আটটি রাজনৈতিক দল

জুলাই সনদ বাস্তবায়নসহ চার দফা দাবি নিয়ে যুগপৎ কর্মসূচিতে নামছে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সহ আটটি রাজনৈতিক দল।

ইতিমধ্যে দলগুলোর মধ্যে কয়েক দফা বৈঠক শেষে অভিন্ন কর্মসূচিতে যাওয়ার বিষয়ে সমঝোতা হয়েছে। শিগগির সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা আসবে।

এই আট দলের মূল দাবিগুলো হলো: জুলাই সনদের বাস্তবায়ন ও আইনি ভিত্তি নিশ্চিত করা। সংসদ নির্বাচনে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (PR) পদ্ধতি চালু করা। নির্বাচনে সবার জন্য সমান সুযোগের পরিবেশ (Level Playing Field) তৈরি করা। জাতীয় পার্টি ও ১৪–দলের কার্যক্রম নিষিদ্ধ করা, যাদের সরকারঘনিষ্ঠ সহযোগী দল হিসেবে দেখা হচ্ছে।

আট দলে রয়েছে—জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস (মামুনুল হক নেতৃত্বাধীন), খেলাফত মজলিস (আবদুল বাছিত আজাদ ও আহমদ আবদুল কাদের নেতৃত্বাধীন), গণ অধিকার পরিষদ (নূরুল হক নূর নেতৃত্বাধীন), আমার বাংলাদেশ (এবি) পার্টি এবং বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।

বাংলাদেশ খেলাফত মজলিস আগামীকাল রোববার সংবাদ সম্মেলন করে যুগপৎ কর্মসূচি ঘোষণা করবে বলে জানা গেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ সোমবার পুরানা পল্টনে তাদের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করবে। বাকি দলগুলোও পর্যায়ক্রমে কর্মসূচি প্রকাশ করবে।

যদিও সবাই চার দফা দাবিতে একমত হয়েছে, তবে পিআর পদ্ধতি নিয়ে ভিন্নমত রয়েছে। কোনো দল সংসদের দুই কক্ষেই পিআর চায়, আবার কেউ কেবল উচ্চকক্ষে সীমাবদ্ধ রাখতে চায়। তবে জাতীয় পার্টি ও ১৪ দল নিষিদ্ধ করার দাবিতে সব দল ঐক্যমতে পৌঁছেছে।

দলগুলোর নেতারা বলছেন, তাঁরা চান আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হোক এবং সেটি হোক জুলাই সনদের ভিত্তিতে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন