বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপি না জামায়াত, কোন জোটে যেতে পারে এনসিপি?

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ১২:২০ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশের রাজনীতিতে জোটভিত্তিক ভোট নিয়ে চলছে নানা আলোচনা। বিশেষ কৌতূহল কেন্দ্রবিন্দুতে আছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

দলটি এককভাবে নির্বাচন করবে নাকি কোনো জোটের সঙ্গে মিলবে এই প্রশ্ন ঘিরে রাজনৈতিক মহলে নানা মন্তব্য তৈরি হয়েছে।

এনসিপির নেতাদের মধ্যে মতপার্থক্য রয়েছে। কিছু নেতা এককভাবে ভোটে অংশ নেওয়ার পক্ষে, আবার অনেকে জোটে যাওয়ার পক্ষে। জোটে গেলে বিএনপি নাকি জামায়াতের সঙ্গে অংশ নেওয়া হবে, তা নিয়েও দলের মধ্যে দ্বন্দ্ব রয়েছে।

তরুণদের নিয়ে গঠিত দলের শীর্ষ নেতারা জানিয়েছেন, বিএনপি ও জামায়াতের সঙ্গে নির্বাচনী সমঝোতা বা জোটের ক্ষেত্রে লাভ-ক্ষতির হিসাব চলছে। একটি পক্ষ জামায়াতের সঙ্গে সরাসরি জোট না করে নির্বাচন চালানোর পক্ষে, অন্য পক্ষের আগ্রহ বিএনপির সঙ্গে আসন ভাগাভাগি বা জোটে যেতে।

একাংশ নেতার মতে, বিএনপি বা জামায়াত ছাড়াই এককভাবে নির্বাচন করলেও এনসিপি প্রার্থীদের স্বতন্ত্র পরিচয় বজায় রাখতে পারবে। যদি পিআর বা আনুপাতিক ভোট পদ্ধতিতে জাতীয় সংসদের উচ্চকক্ষ গঠনের বিষয়ে ঐকমত্য হয়, তবে এনসিপি এককভাবে ভোটে অংশ নেওয়ার কথা ভাবছে।

কিছু নেতা মনে করেন, বিএনপি বেশি সংখ্যক আসন ছাড় দিলে জোট বা সমঝোতায় যেতে রাজি হতে পারে এনসিপি। অন্যদিকে, নির্বাচনে বিএনপি আসন ছাড় দিলেও দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী ভোটে অংশ নিতে পারে।

জামায়াতসহ একাধিক রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা চলছে। তবে এনসিপির শীর্ষ নেতা নাহিদ ইসলামের ফেসবুক পোস্টে জামায়াতের নির্বাচনী আন্দোলনকে ‘রাজনৈতিক প্রতারণা’ হিসেবে উল্লেখ করার পর দলটির মধ্যে কিছু দ্বন্দ্বও দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে জোট বা সমঝোতা বিষয়ে দ্বিধা ও দ্বন্দ্ব রয়েছে।

দলটির নেতারা মনে করছেন, পিআর পদ্ধতিতে উচ্চকক্ষে সংসদ গঠনের সিদ্ধান্ত হলে এনসিপি এককভাবে বা মধ্যপন্থী জোট গড়ে ৩০০ আসনে প্রার্থী দিতে পারে। এতে বিএনপি বা জামায়াতের বিদ্রোহী অংশকেও প্রার্থী হিসেবে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নতুন দল হিসেবে এনসিপি যদি জনপ্রিয়তা যাচাই করতে চায়, তাহলে এককভাবে ভোটে অংশ নেওয়াই সুবিধাজনক। জোটে গেলে দলটি বড় কোনো রাজনৈতিক দলের ছায়ায় থেকে যাবে এবং নিজস্ব শক্তি প্রমাণের সুযোগ হারাবে।

এনসিপির নেতারা এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাননি। দল এককভাবে ভোটে যাবে নাকি বিএনপি বা জামায়াতের সঙ্গে জোটে যাবে, তা শেষ পর্যন্ত ভোটের মাঠের পরিস্থিতি এবং উচ্চকক্ষে পিআর বাস্তবায়নের পরেই স্পষ্ট হবে।

সূত্র: বিবিসি বাংলা

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন