শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

শেখ হাসিনার মতো একনায়ক আর হতে দেওয়া যাবে না: সারজিস আলম

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৩ এএম
উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
expand
উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

বাংলাদেশের কোথাও আর কাউকে শেখ হাসিনার মতো একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে জেলা এনসিপির আয়োজনে অনুষ্ঠিত “বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান” শীর্ষক কর্মশালা ও সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সারজিস আলম বলেন, এখনও দেশে দুর্নীতি, অনিয়ম, হুমকি-ধামকি ও অপকর্ম অব্যাহত রয়েছে। এর ফলে মানুষ রাজনৈতিক দলগুলোর প্রতি আস্থা হারাতে শুরু করেছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন— চোর, বাটপার, চাঁদাবাজ বা যারা জনগণকে ভয় দেখায়, তাদের পরিচয়সহ তালিকা প্রকাশ করা হবে। আর দেশের কোথাও শেখ হাসিনার মতো একনায়ক হওয়ার সুযোগ আর দেওয়া হবে না।

তিনি আরও অভিযোগ করেন, শেখ হাসিনা ও তার সংগঠন ছাত্রলীগ যা পারেনি, সেটি এখন বিএনপির ছাত্রদল শুরু করেছে। তারা স্কুল পর্যায়ে কমিটি করছে, যা গ্রহণযোগ্য নয়। সারজিস স্পষ্ট করে বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে কোনো রাজনৈতিক সন্ত্রাস বা নোংরা কর্মকাণ্ড ঢুকতে দেওয়া হবে না।

সারজিস আলম জানান, তাদের প্রতিপক্ষ কোনো রাজনৈতিক দল নয়। বিএনপি বা অন্য কোনো দল যদি জনগণের জন্য ভালো কিছু করে, এনসিপি তাদের সম্মান জানাবে। তবে যদি কেউ জনগণের ক্ষতি করে, তাহলে যেকোনো মূল্যে তা প্রতিরোধ করা হবে। তিনি বলেন, অতীতে যে ধরনের অপকর্মে জনগণ গণঅভ্যুত্থান ঘটিয়েছে, সেই রকম কোনো প্রচেষ্টা আবারও সহ্য করা হবে না।

তিনি অভিযোগ করে বলেন, পঞ্চগড়ের বিভিন্ন এলাকায় এনসিপির নতুন কর্মীদেরকে বিএনপির নেতাকর্মীরা হুমকি দিচ্ছেন। উদাহরণ হিসেবে তিনি দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান ফরিদুল ইসলামের কথা উল্লেখ করেন। তার দাবি অনুযায়ী, ফরিদুল ইসলাম সম্প্রতি এনসিপির প্রধান সমন্বয়কারীর বাড়িতে গিয়ে তাকে ও তার বাবাকে প্রকাশ্যে ভয়ভীতি দেখিয়েছেন। সারজিস আলম বলেন, এ ধরনের ঘটনা দেশের রাজনীতির স্থিতিশীলতার জন্য বড় হুমকি।

অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন। এ কর্মশালা ও সভায় জেলার বিভিন্ন উপজেলা থেকে প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী অংশ নেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন