শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বিভিন্ন ইস্যুতে জামায়াতের সঙ্গে ঐক্য থাকবে : সারজিস আলম

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫, ০৮:৫৩ এএম
সমন্বয়ক সারজিস আলম
expand
সমন্বয়ক সারজিস আলম

নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেছেন, শাপলা প্রতীক না দেওয়ার মাধ্যমে কমিশন স্বেচ্ছাচারিতা করছে।

তিনি জানান, আইনগতভাবে কোনো বাধা না থাকলেও কমিশন নিরপেক্ষ আচরণ করছে না।

শুক্রবার রাত দশটার দিকে ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অনুষ্ঠিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন।

সভায় জেলার বিভিন্ন উপজেলার সংগঠক ও সমন্বয়কেরা উপস্থিত ছিলেন।

সারজিস আলম বলেন, “যদি নির্বাচন কমিশন এমন সিদ্ধান্ত নেয়, তবে এ কমিশনের ওপর আস্থা রাখা কঠিন হয়ে পড়বে। স্বাধীন নির্বাচন আয়োজনের জন্য কমিশনের নিরপেক্ষতা জরুরি।

প্রয়োজনে আইনগত ও নৈতিকভাবে আমরা শাপলা প্রতীক রক্ষার লড়াই চালিয়ে যাব।”

তিনি আরও বলেন, প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তাদের আচরণও পক্ষপাতদুষ্ট হয়ে উঠছে। জেলা প্রশাসক, পুলিশ সুপার থেকে শুরু করে মাঠপর্যায়ের কর্মকর্তারা রাজনৈতিক প্রভাবের কাছে নতি স্বীকার করছেন বলে তিনি অভিযোগ করেন।

জামায়াতের সঙ্গে জোটবদ্ধ রাজনীতিতে এনসিপির অবস্থান প্রসঙ্গে সারজিস জানান, উচ্চকক্ষে অনুপাতিক প্রতিনিধি পদ্ধতি প্রযোজ্য হলেও নিম্নকক্ষে তা নয়। তাই এ বিষয়ে এনসিপি ভিন্ন মত পোষণ করে।

তবে জুলাই সনদসহ সংস্কার ও বিচারের মতো দাবিতে জামায়াতের সঙ্গে ঐক্যমত বজায় থাকবে।

গণঅধিকার পরিষদের সঙ্গে একীভূত হওয়ার আলোচনার প্রসঙ্গেও তিনি বলেন, বিষয়টি এখনো প্রক্রিয়াধীন। সঠিক ফলাফল এলে তা প্রকাশ করা হবে।

সারজিস আলম সবচেয়ে গুরুত্ব দেন জুলাই সনদ বাস্তবায়নে। তাঁর মতে, একসঙ্গে সংসদ ও গণপরিষদ নির্বাচন হওয়াই উত্তম ব্যবস্থা হবে।

নির্বাচিত সংসদ সদস্যদের একটি অংশ পরবর্তী ছয় মাসের জন্য সংবিধান প্রণয়নে কাজ করবে।

স্কুল পর্যায়ে ছাত্ররাজনীতির প্রসঙ্গে সারজিস জানান, ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক সংগঠন করা অনভিপ্রেত।

তিনি বলেন, “এনসিপি দৃঢ়ভাবে বিশ্বাস করে—প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষায় কোনো রাজনৈতিক প্রভাব চলবে না। ছাত্রদের জন্য স্কুলকে রাজনীতি মুক্ত রাখা আবশ্যক।”

সভায় কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক গোলাম মুর্তজা সেলিমসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন