শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

অবশেষে দুঃখ প্রকাশ করল এনসিপি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ০৩:১৮ পিএম
এনিসিপি লোগো
expand
এনিসিপি লোগো

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মীদের বিরুদ্ধে সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে ভিআইপি গেট এলাকায় এ ঘটনা ঘটে। এর প্রতিবাদে সংবাদ সম্মেলন বর্জন করেন গণমাধ্যমকর্মীরা। পরে দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করা হয়।

দলটির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও মিডিয়া সেলের সদস্য খান মুহাম্মদ মুরসালীন এক লিখিত বিবৃতিতে বলেন, এনসিপি সবসময় সংবাদকর্মীদের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।

এই ঘটনার জন্য তারা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। একইসঙ্গে অভিযোগের সত্যতা যাচাই ও সংশ্লিষ্টদের চিহ্নিত করতে প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানান তিনি। দায়ী প্রমাণিত হলে সাংগঠনিক শাস্তির ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শেষে দেশে ফেরেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও তার সফরসঙ্গীরা। তাদের সঙ্গে সফরে ছিলেন এনসিপির কয়েকজন প্রতিনিধি। দেশে ফেরার পর বিমানবন্দরে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

কিন্তু সে সময় বিএনপি নেতা হুমায়ুন কবির সাংবাদিকদের ব্রিফ করছিলেন। তখন এনসিপির নেতারা স্লোগান শুরু করলে এক সাংবাদিক আপত্তি জানান।

এ নিয়ে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং কয়েকজন সংবাদকর্মী লাঞ্ছিত হন বলে অভিযোগ ওঠে।

ঘটনার প্রতিবাদে সাংবাদিকরা তাৎক্ষণিকভাবে এনসিপির সংবাদ সম্মেলন বর্জন করেন।

পরবর্তীতে দলটির পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের আচরণ অনাকাঙ্ক্ষিত এবং ভবিষ্যতে যাতে পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য দল সতর্ক থাকবে।

বিবৃতিতে আরও বলা হয়, নতুন বাংলাদেশ গঠনের অভিযাত্রায় সংবাদকর্মীরা এনসিপির সহযাত্রী। তাই পারস্পরিক সম্মান ও সহযোগিতা বজায় রাখতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন