রবিবার
০২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশের মানুষ ছাড় দিতে পারে, তবে ভুলবে না:সারজিস 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ১১:৫৬ পিএম
সারজিস আলম
expand
সারজিস আলম

পঞ্চগড়ের আটোয়ারীতে বাংলাদেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলম তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন।

তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের আন্তর্জাতিক গণমাধ্যমে দেওয়া মন্তব্যের প্রেক্ষিতে বলেছেন, দেশের মানুষের ত্যাগ ও প্রাণের বিনিময় ভুলে যাওয়া ঠিক হবে না।

বুধবার (১ অক্টোবর) আটোয়ারীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের সময়, মালিগাঁও তেঁতুলতলা দুর্গামন্দির পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলায় তিনি বলেন, যদি প্রধান উপদেষ্টা বাংলাদেশের মানুষের রক্তবাহিত ত্যাগ-তিতিক্ষা ভুলে গিয়ে নিজেদের ইমেজের ভারসাম্য বজায় রাখতে সচেষ্ট হন এবং এই অভ্যুত্থানের মতো বড় ঘটনা উপেক্ষা করে বক্তব্য দেন-যেখানে তিনি ধরে নিতে পারেন যে আওয়ামী লীগের কার্যক্রম আবার সচল হতে পারে-তাহলে আমরা স্পষ্ট করে বলি, বাংলাদেশি মানুষ ছাড় দিতে পারে, কিন্তু ভুলে যাবে না।

সারজিস আলম আরও বলেন, এই দেশে আওয়ামী লীগের আর কোনো রাজনীতি চলবে না। মানুষের রক্তে লেখা ইতিহাস মুছে ফেলা সম্ভব নয়। যারা এখন অন্তর্বর্তী সরকারের সুবিধাভোগী হিসেবে বসে আছেন, তারা হয়তো ভুলে যেতে পারেন, কিন্তু যারা অভ্যুত্থানে রাজপথে লড়াই করেছে, তাদের ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই।

এসময় আটোয়ারী উপজেলার এনসিপির প্রধান সমন্বয়কারী জয়ন উদ্দিন, জাতীয় যুবশক্তির পঞ্চগড় জেলা আহ্বায়ক আবু কায়েস বাবুসহ অন্যান্য স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন