

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নির্বাচন কমিশনের (ইসি) সাহস থাকলে এনসিপিকে শাপলা প্রতীক বরাদ্দ দিত। কিন্তু কোনো আইনি বাধা না থাকা সত্ত্বেও রাজনৈতিক চাপের কারণে কমিশন সে সিদ্ধান্ত নিতে পারছে না বলে মন্তব্য করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজারে জেলা ও উপজেলা কমিটির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ ও জাতীয় পার্টি জনগণের আস্থা হারিয়েছে। ভবিষ্যতে এই দুই দলকে বাংলাদেশের কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া উচিত নয়; বরং তাদের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করে বিচারের মুখোমুখি করা প্রয়োজন।’
সারজিস আলম বলেন, ‘যাদের নেতৃত্বে এই হামলা সংঘটিত হয়েছে, সরকার তাদের নিয়েই সফরে গিয়েছে। অথচ প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার দায়িত্ব সরকারেরই ছিল। এখানে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। প্রধান উপদেষ্টার নিউইয়র্ক সফরকালে রাজনৈতিক নেতাদের নিরাপত্তা দিতে না পারাও সরকারের দুর্বলতা প্রকাশ করে।’
সভায় এনসিপির যুগ্ম আহ্বায়ক এহতেশাম হক, যুগ্ম সদস্য সচিব প্রীতম দাস, মৌলভীবাজার জেলার প্রধান সমন্বয়ক ফাহাদ আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন

