শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

২০০১ সালের প্রতিশ্রুতি রাখেনি, ভবিষ্যতেও রাখবে না: আসিফ মাহমুদ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ০২:৪৩ পিএম
জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
expand
জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

২০০১ সালে ক্ষমতায় আসার আগে নানা প্রতিশ্রুতি দিয়ে যেমন বাস্তবায়ন করেনি তেমনি ভবিষ্যতেও কোনো প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) নোয়াখালীতে এনসিপির নির্বাচনী সমাবেশে তিনি এই কথা বলেন।

এসময় আসিফ মাহমুদ বলেন, একটি দল ২০০১ সালে স্বাস্থ্যবীমা কর্মসূচি, বেকারভাতা কর্মসূচি, কৃষক-শ্রমিকদের পেনশন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু ৫ বছরে একটা কাজও বাস্তবায়ন করতে পারে নাই। এখনকার কৃষক কার্ড, ফ্যামিলী কার্ডের প্রতিশ্রুতিও রাখবে না। তারা অতীতেও রাখিনি, ভবিষ্যতেও রাখবে না।

তিনি আরও বলেন, ‘গত ১৭ মাসে একটি দলকে শেখ হাসিনার ফ্যাসিবাদের মতো কাজ করতে দেখেছি। মানুষের হক মেরে খেয়েছে। রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা পর্যন্ত প্রভাব রাখতে চেয়েছে। তারা ক্ষমতায় আসলে কী করবে তা ইতোমধ্যে দেখিয়ে দেখিয়েছে। তাই নির্বাচনে ভোটের মাধ্যমে তাদের রুখে দিতে হবে।’

সংস্কার নিয়ে বলেন, ‘তারা বলে পেটে ভাত না থাকরে কিসের সংস্কার। তাদেরকে মনে করিয়ে দিতে চাই, জুলাইয়ের শহিদদের অধিকাংশই ছিলো খেটে খাওয়া মানুষ। তাদের পেটে ভাত না থাকলেও জুলাইয়ে জীবন দিয়েছে। এদেশের প্রতিটি মানুষ সংস্কার চায় এবং সংস্কারে অংশগ্রহণ করতে চায়। বাংলাদেশ সবার, বাংলাদেশের প্রত্যেকটি মানুষের সংস্কারে অংশগ্রহণের অধিকার রয়েছে।’

নির্বাচনে মনোনয়নপ্রাপ্তদের সম্পর্কে বলেন, ‘তারা আপনার-আমার জনগণের টাকা লুট করা ঋণখেলাপিদের মনোনয়ন দিয়েছে। তারা আবারও ক্ষমতায় এসে লুট করবে। আমরা তাদেরে সেই সুযোগ আর দিবো না।’

গণভোট সম্পর্কে বলেন, ‘তারা বলে সংস্কারের কথা তারাই সবার আগে বলেছে। কিন্তু এখনও পর্যন্ত তাদের নির্বাচনী প্রচারে সংস্কারের কথা বলে নাই, গণভোটের কথা বলে না। ‘হ্যা’ ভোট নিয়ে তাদের মোনাফেকি চিহ্নিত হয়ে গেছে।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X