সোমবার
২৯ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
২৯ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নিউইয়র্ক ইস্যুতে মুখ খুললেন জারা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৪ পিএম
তাসনিম জারা
expand
তাসনিম জারা

নিউইয়র্ক ইস্যুতে এবার মুখ খুলেছেন তাসনিম জারা। (২৩ সেপ্টেম্বর) রাতে দেওয়া এক স্ট্যাটেসে প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি।

তাসনিম জারা লিখেন, ওরা ভেবেছিল ডিম ছুঁড়ে, গালি দিয়ে আমাদের ছোট করবে। কিন্তু গালি কখনো সত্যকে ঢাকতে পারে না। ভদ্রতা হারানো মানে পরাজয় মেনে নেয়া।

তিনি আরও লিখেন, ওনারা অপমানের রাজনীতি করুক। আমরা মর্যাদার রাজনীতি গড়ব। মর্যাদা মানে শুধু নেতাদের সম্মান দেয়া নয়, বরং প্রতিটি নাগরিকের সম্মান নিশ্চিত করা। যেমন—

  • একজন নাগরিক ঘুষ না দিয়েও সরকারি অফিসে সম্মান পাবে।
  • একজন রোগী হাসপাতালে ভিআইপি না হয়েও সেবা পাবে।
  • রাজনীতিবিদরা প্রভু না হয়ে সেবক হয়ে মানুষের পাশে দাঁড়াবে।
  • একজন নারী রাস্তায়, বাসে, বা অনলাইনে হেনস্তার শিকার হবে না।
  • একজন ছাত্র মিছিলে গেলে গুলি খাবে না।
  • একজন চাকুরীজীবী কথা বলতে পারবে চাকরি হারানোর ভয় ছাড়া।

আমাদের মর্যাদার রাজনীতি মানে হলো: বাংলাদেশে আর কাউকে ভয় দেখিয়ে, ঘুষ খাইয়ে, অপমান করে চুপ করানো যাবে না।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X