রবিবার
১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

বান্দরবনে ১১ দলীয়ে জোটের প্রার্থী এনসিপির সুজা উদ্দিন

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ০৭:০৬ পিএম
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুগ্ম মুখ্য সংগঠক এ এস এম সুজা উদ্দিন
expand
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুগ্ম মুখ্য সংগঠক এ এস এম সুজা উদ্দিন

পার্বত্য বান্দরবান-৩০০ আসনে ১১ দলীয় নির্বাচনি জোটের চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুগ্ম মুখ্য সংগঠক এ এস এম সুজা উদ্দিন।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ১১ দলীয় নির্বাচনি জোটের আসন বণ্টনের প্রথম পর্বের তালিকা প্রকাশ করা হয়। এ সময় বান্দরবান-৩০০ আসনে জোটের একক প্রার্থী হিসেবে এ এস এম সুজা উদ্দিনের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

মনোনয়ন চূড়ান্ত হওয়ার পর প্রতিক্রিয়ায় এ এস এম সুজা উদ্দিন বলেন, “বান্দরবান-৩০০ আসনের জনগণের সেবা করার যে সুযোগ ১১ দলীয় জোট আমাকে দিয়েছে, তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। এই আসনটি বান্দরবান রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা প্রতিহিংসার রাজনীতির বাইরে গিয়ে একটি সাম্য, ন্যায় ও মানবিক মূল্যবোধভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করতে চাই। ইনশাআল্লাহ, জোটবদ্ধ শক্তির মাধ্যমে আগামী নির্বাচনে এই আসনে বিজয় অর্জন করে জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত করবো।”

সংবাদ সম্মেলনে জানানো হয়, ১১ দলীয় নির্বাচনি জোটভুক্ত ১০টি রাজনৈতিক দল ইতোমধ্যে ২৫৩টি আসনে পারস্পরিক সমঝোতায় পৌঁছেছে। অবশিষ্ট ৪৭টি আসন আপাতত খালি রাখা হয়েছে, যেগুলোর বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।

ঘোষিত তালিকা অনুযায়ী, জোটের শরিক দলগুলোর মধ্যে জামায়াতে ইসলামী ১৭৯টি আসনে, মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস ২০টি আসনে, খেলাফত মজলিস ১০টি আসনে, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ৭টি আসনে, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ৩টি আসনে এবং বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ২টি করে আসনে নির্বাচন করবে। এছাড়া বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-কে কতটি আসন দেওয়া হবে—সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সংবাদ সম্মেলনে অবশিষ্ট ৪৭টি আসন বণ্টনের বিষয়ে কোনো ঘোষণা আসেনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X