শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

এনসিপি আপাতত কোনো জোটে নেই: নাহিদ ইসলাম

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৪ এএম আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৬ এএম
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম
expand
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আপাতত অন্য কোনো রাজনৈতিক জোটে যুক্ত হচ্ছে না বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেন, স্বতন্ত্র রাজনৈতিক লক্ষ্য নিয়েই এগোতে চায় এনসিপি, তাই বর্তমানের যুগপৎ আন্দোলনের সঙ্গেও তারা নেই।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এ অবস্থান তুলে ধরেন।

নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদের বাস্তবায়নের জন্য গণপরিষদ নির্বাচন অপরিহার্য। এনসিপি চায় সংসদের উচ্চকক্ষে অনুপাতভিত্তিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি কার্যকর হোক। এজন্য তারা স্বাধীনভাবে আন্দোলন চালিয়ে যাবে।

তিনি আরো বলেন, অক্টোবরের মধ্যে উপজেলা পর্যায়ে আহ্বায়ক কমিটি গঠন করে মাঠে নামবে দলটি। পাশাপাশি নিবন্ধন প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে রয়েছে বলেও আশাবাদ ব্যক্ত করেন। তার দাবি, শাপলা প্রতীক না দেওয়ার মতো যৌক্তিক কারণ নির্বাচন কমিশনের নেই।

এ সময় তিনি বলেন, আমরা কার্যকর উচ্চকক্ষ চাই, যাতে জবাবদিহি নিশ্চিত হয় এবং জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব হয়।

সভায় উপস্থিত ছিলেন দলটির সদস্যসচিব আখতার হোসেনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা। আখতার হোসেন বলেন, স্থানীয় পর্যায়ের নেতারা আওয়ামী লীগের সহযোগীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন