বুধবার
২৪ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
২৪ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

জামায়াতের কড়া সমালোচনা, হেফাজতের নেতার সঙ্গে এনসিপি নেতাদের সাক্ষাৎ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২২ পিএম
হেফাজতে ইসলামের আমির মাওলানা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব মাওলানা সাজিদুর রহমানের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম সৌজন্য সাক্ষাৎ করেছেন
expand
হেফাজতে ইসলামের আমির মাওলানা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব মাওলানা সাজিদুর রহমানের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম সৌজন্য সাক্ষাৎ করেছেন

হেফাজতে ইসলামের আমির মাওলানা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব মাওলানা সাজিদুর রহমানের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম সৌজন্য সাক্ষাৎ করেছেন। পরবর্তীতে এনসিপির সদস্য সচিব আকতার হোসেনও সাক্ষাতে যোগ দেন।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীতে এ সাক্ষাৎকালে রাজনীতি ও সমসাময়িক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। তবে কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে আলোচনার বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।

উল্লেখ্য, গতকাল জমিয়তে উলামায়ে ইসলামের সম্মেলনে হেফাজতের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। তারা জামায়াতে ইসলামীর কড়া সমালোচনা করেছেন এবং অন্য কোনো ইসলামি দলের সঙ্গে জোট না করার পরামর্শ দিয়েছেন।

অন্যদিকে, এনসিপি প্রাথমিকভাবে জামায়াতসহ কিছু ইসলামি দলের সঙ্গে যুগপৎ আন্দোলনে অংশ নেবে বলে জানা গেলেও শেষ পর্যন্ত দলটি নিজ উদ্যোগে আন্দোলনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে অন্যান্য ইসলামি দল—জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ছয়টি দল—ই যুগপৎ কর্মসূচি শুরু করেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X