সোমবার
১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

মাঝরাতেই বৈঠক স্থগিত: নতুন জোটের ঘোষণা হলো না...

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ০১:৫৯ পিএম
এনসিপি ও আপ বাংলাদেশের লোগো
expand
এনসিপি ও আপ বাংলাদেশের লোগো

জোটে ‘আপ বাংলাদেশ’কে না–চাওয়ায় থমকে গেল আলোচনায়, পিছিয়ে গেল বৈঠক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দল জোট গঠনের আলোচনা চালিয়ে যাচ্ছে।

এর মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ (এবি) পার্টি, বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)–কে নিয়ে একটি নতুন জোটের সম্ভাবনা নিয়ে জল্পনা ছিল।

তবে বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে বৈঠকটি বাতিল হয়ে যায়।

এনসিপির ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, বুধবার রাতে দলটির নির্বাচন পরিচালনা কমিটির জরুরি সভায় জোটে আপ বাংলাদেশকে অন্তর্ভুক্ত করা নিয়ে বড় ধরনের মতবিরোধ দেখা দেয়।

নেতৃত্বের একটি অংশ আপ বাংলাদেশকে নিতে রাজি না হওয়ায় প্রস্তাবটি গৃহীত হয়নি। ফলে জোট গঠনের অগ্রগতি আপাতত থেমে গেছে।

এনসিপির এক কেন্দ্রীয় নেতা নাম প্রকাশ না করে বলেন, “দলের কয়েকজন নেতা আপ বাংলাদেশের সঙ্গে একজোট হতে চান না।

তাই এনসিপি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, তারা আপ বাংলাদেশকে নিয়ে এগোতে চাইছে না।

এখন অন্য দলগুলো যদি আপ বাংলাদেশের অংশগ্রহণ ছাড়া জোটে না আসতে চায়, তাহলে পুরো উদ্যোগটাই ঝুঁকিতে পড়বে।”

ইউনাইটেড পিপলস (আপ) বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ জানান, আলোচনাপ্রক্রিয়া স্থগিত হয়েছে, তবে আলোচনা অব্যাহত আছে।

তিনি বলেন, “এনসিপি আমাদের নিতে চায় না- এমন কোনো আনুষ্ঠানিক বার্তা আমরা পাইনি।”

এবি পার্টির সহদপ্তর সম্পাদক মশিউর রহমান মিলু জানান, ‘মাঝরাতেই বৈঠক স্থগিত করার সিদ্ধান্ত আসে। শরিক দলগুলোর ভেতরে আলাপ-আলোচনার কিছু বিষয় আছে। এনসিপির অভ্যন্তরীণ দ্বন্দ্বও একটি কারণ। জোট গঠনে দেরি হচ্ছে, তবে প্রক্রিয়া বন্ধ হয়নি।’

বৃহস্পতিবার সকালে রাজধানীর শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে সংবাদকর্মীরা বৈঠকের খবর সংগ্রহ করতে গেলে কোনো রাজনৈতিক নেতাকে উপস্থিত না পেয়ে হতাশ হয়ে ফিরে যান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X