মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নতুন জোটে কোনো একক নেতা থাকবে না

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ১১:৩৫ এএম
গ্রাফিক্স : এনপিবি
expand
গ্রাফিক্স : এনপিবি

আজ বৃহস্পতিবার রাজধানীর আবু সায়ীদ কনভেনশন হলে নতুন একটি রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে।

সূত্র জানায়, এই জোটে অংশ নিচ্ছে এবি পার্টি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং আপ বাংলাদেশ।

এছাড়া, গণঅধিকার পরিষদ ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) যোগদানের সম্ভাবনা রয়েছে।

জোটের পক্ষ থেকে জানা গেছে, এটি মূলত নির্বাচনি উদ্দেশ্য নিয়ে গঠিত; আদর্শিক নয়।

প্রাথমিক অবস্থায় জোট স্বাধীনভাবে কাজ করবে, তবে ভবিষ্যতে বিএনপি বা জামায়াতসহ অন্যান্য দলের সঙ্গে নির্বাচনি সমঝোতার সম্ভাবনা থাকবে। তফসিল ঘোষণা হওয়ার পর এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এছাড়া, জোটের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে থাকবে।

এবি পার্টির একজন যুগ্ম আহ্বায়ক বলেন, নতুন জোটে কোনো একক নেতা থাকবেন না, সমন্বয়ের দায়িত্ব সব পক্ষের মধ্যে ভাগ হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X