শনিবার
৩১ জানুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
৩১ জানুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

‘হ্যাঁ’ ভোটের পক্ষে মাঠে নামছে জামায়াত 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ১০:৫৮ এএম আপডেট : ২৭ নভেম্বর ২০২৫, ১১:৪৪ এএম
গ্রাফিক্স : এনপিবি
expand
গ্রাফিক্স : এনপিবি

জুলাইয়ে জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন সংক্রান্ত গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত গঠন করতে মাঠে নামছে জামায়াতে ইসলামী।

বুধবার রাজধানীর মগবাজার কেন্দ্রীয় কার্যালয়ে দলের আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে নির্বাহী পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন নির্বাচন এবং গণভোটসহ অন্যান্য বিষয় নিয়ে চার ঘণ্টা আলোচনা হয়েছে।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম জানিয়েছেন, নির্বাচনের আগে গণভোটের দাবি পূরণ হয়নি; তবু সংবিধান সংস্কারের পক্ষে এবং ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে প্রচার চালানো হবে।

বৈঠক সূত্র জানিয়েছে, আগামী নির্বাচনে সংবিধান সংস্কারকে মূল ইস্যু হিসেবে তুলে ধরার পরিকল্পনা করছে জামায়াত। দলের সঙ্গে আটটি মিত্র দলও যৌথভাবে প্রচারে অংশ নেবে।

‘হ্যাঁ’ ভোটকে প্রার্থী প্রার্থনার মতো গুরুত্ব দেওয়া হবে। বিএনপিসহ যেসব দল সংস্কারের বিরোধিতা করছে, তাদের অবস্থানও ভোটারদের সামনে তুলে ধরা হবে।

জামায়াত নির্বাচনে অংশগ্রহণ করবে মিত্র দলগুলোর সঙ্গে আসন সমঝোতা করে। নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার আগে চূড়ান্ত সমঝোতা হবে না।

যেসব আসনে মিত্র দলের জয় সম্ভব, সেগুলো ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ আসনে সমর্থন দেওয়া হবে। তবে জামায়াতের শক্ত আসন ছাড়ার সম্ভাবনা নেই।

গণভোটে বিএনপির অবস্থান এখনো স্পষ্ট নয়। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে। এনসিপির সঙ্গে আসন সমঝোতার বিষয়ে অনানুষ্ঠানিক আলোচনা চলছে, তবে বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

দলীয় বৈঠকে আগামী নির্বাচনের পাশাপাশি ২০২৫ সালের সাংগঠনিক পরিকল্পনা ও কর্মকৌশল নিয়ে আলোচনা হয়েছে।

কিছু আসনে প্রার্থী পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। দলীয় সদস্য নয় এমন কিছু গ্রহণযোগ্য ও পরিচিত ব্যক্তিকেও প্রার্থী করা হতে পারে।

বৈঠক সূত্র জানিয়েছে, খুলনা-১ আসনে কৃষ্ণ নন্দীকে প্রার্থী করা হতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন ছাত্র সংসদের নেতাদেরও প্রার্থী করার প্রস্তাব আছে।

ডাকসু ভিপি আবু সাদিক কায়েমকে খাগড়াছড়ি বা ঢাকায় প্রার্থী করা হতে পারে।

এমন প্রার্থী করতে হলে দলীয় সদস্যতার শর্ত শিথিল করা হতে পারে। ২৮ ও ২৯ নভেম্বর অনুষ্ঠিতব্য মজলিসে শূরার অধিবেশনে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

জামায়াতের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈঠকে দলের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তির জন্য দোয়া করা হয়েছে।

এছাড়া, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও ভীতিমুক্ত পরিবেশে আয়োজনের গুরুত্ব এবং দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে।

দল গণভোট এবং নির্বাচনের পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সাতটি বিভাগীয় শহরে সমাবেশের আয়োজন করবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X