মঙ্গলবার
২৫ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৫ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

নতুন জোটের ঘোষণা দিল এনসিপি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫, ০৩:২৫ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

আসন্ন জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে দেশের রাজনীতিতে নতুন একটি জোট গঠনের প্রক্রিয়া দ্রুত এগোচ্ছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারী।

সোমবার (২৫ নভেম্বর) রাতে রাজধানীর বাংলামোটরে দলীয় অস্থায়ী কার্যালয়ে মনোনয়নপ্রত্যাশীদের নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ বক্তব্য দেন।

নাসিরুদ্দীন পাটোয়ারীর ভাষ্য অনুযায়ী, খুব অল্প সময়ের মধ্যেই ধর্মীয় ফ্যাসিবাদবিরোধী ও চাঁদাবাজের বিরুদ্ধে অবস্থান নেওয়া একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম দৃশ্যমান হবে, যা দেশের সবকটি আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা করছে।

তার দাবি, কয়েকদিনের মধ্যেই বিএনপি–জামায়াতের বাইরে সম্পূর্ণ নতুন এক জোটকে জনগণ সামনে দেখতে পাবে যারা জুলাই মাসের গণঅভ্যুত্থানের লক্ষ্য ও দাবি বাস্তবায়নের পক্ষে সক্রিয় থাকবে।

তিনি আরও জানান, আসন্ন এই অ্যালায়েন্স সংস্কারপন্থী শক্তিগুলোকে একত্র করবে যারা নারী অধিকার, আলেম-ওলামাদের সম্মান, এবং দুর্নীতি–সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থান নেবে।

সংবাদ সম্মেলনে এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন, জাতীয় পার্টিকে সামনে রেখে ভারত ও আওয়ামী লীগ নির্বাচন বানচাল করার অপচেষ্টায় লিপ্ত। তার মতে, নির্বাচনকে অস্থিতিশীল ও বাধাগ্রস্ত করার নানান উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, জুলাইয়ের পরিবর্তনের পরও রাজনৈতিক দলগুলো এখনও প্রশাসন ভাগাভাগির চিন্তায় আটকে আছেএ মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান জানান তিনি।

দুই দিনব্যাপী মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে আলোচনা শেষে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন