মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

জামায়াতের দাবি: জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম বন্ধ হোক

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৮ পিএম
১৪ দল ও জাতীয় পার্টির লোগো
expand
১৪ দল ও জাতীয় পার্টির লোগো

বাংলাদেশ জামায়তে ইসলামী সোমবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর মগবাজার আল-ফালাহ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে জাতীয় পার্টি ও আওয়ামী লীগের সহযোগী হিসেবে ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবি তুলেছে।

দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, “জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের মাধ্যমে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের আন্দোলনের ৫ দফা গণদাবি ঘোষণা করা হয়েছে।”

তিনি আরও জানান, জামায়াতের দাবিগুলো হলো:

জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা।

জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে সংরক্ষিত আসনের (PR) ব্যবস্থা চালু করা।

অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সকলের জন্য সমান সুযোগের ক্ষেত্র তৈরি করা।

ফ্যাসিস্ট সরকারের জুলুম, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।

স্বৈরাচারের সহযোগী হিসেবে জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম বন্ধ করা।

জামায়াতের এই দাবির মাধ্যমে তারা নির্বাচনী পরিবেশের স্বচ্ছতা ও রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X