মঙ্গলবার
১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

জামায়াত আমিরের সঙ্গে বিশ্ব ব্যাংক প্রতিনিধি দলের বৈঠক

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫, ০৯:৩০ পিএম
জামায়াত আমিরের সঙ্গে বিশ্ব ব্যাংক প্রতিনিধি দলের বৈঠক
expand
জামায়াত আমিরের সঙ্গে বিশ্ব ব্যাংক প্রতিনিধি দলের বৈঠক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ ও বৈঠক করেছেন বিশ্ব ব্যাংকের ঢাকার আঞ্চলিক অফিসের পরিচালক মি. জঁ ডেনিস পেসমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে ঢাকার বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে এ বৈঠক হয়। বৈঠকে নেতৃত্ব দেন বিশ্ব ব্যাংকের ঢাকাস্থ আঞ্চলিক অফিসের পরিচালক জঁ ডেনিস পেসমে। তার সঙ্গে ছিলেন বিশ্ব ব্যাংকের ঢাকা ডিভিশনের অর্থ উপদেষ্টা মেহরিন এ. মাহবুব এবং অপারেশন ম্যানেজার এমএস গায়েল মার্টিন।

বৈঠকে জামায়াতের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ ড. মিজানুর রহমান, সাবেক সিনিয়র সচিব মুহাম্মাদ সফিউল্লাহ এবং জামায়াত আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মাহমুদুল হাসান।

ঘণ্টাব্যাপী বৈঠকে বাংলাদেশের সামগ্রিক আর্থিক খাতের কাঠামোগত উন্নয়ন, ব্যাংকিং ব্যবস্থার সুশাসন, টেকসই অর্থনীতির রূপরেখা, করব্যবস্থা, ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টির সুযোগ-চ্যালেঞ্জ এবং সামাজিক খাতের নানা বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে উভয়পক্ষ বাংলাদেশের আর্থিক খাতের স্থিতিশীলতা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে প্রয়োজনীয় সংস্কার এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করে। বিশ্ব ব্যাংক প্রতিনিধি দল বাংলাদেশের সাম্প্রতিক অর্থনৈতিক প্রেক্ষাপট ও সংস্কার কার্যক্রম সম্পর্কে জামায়াতের দৃষ্টিভঙ্গি জানতে আগ্রহ প্রকাশ করে।

অন্যদিকে জামায়াত নেতারা আর্থিক খাতে স্বচ্ছতা, জবাবদিহি, কার্যকর নীতি প্রয়োগ এবং সামাজিক খাতের উন্নয়নে আন্তর্জাতিক অংশীদারত্ব আরও সুদৃঢ় করার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন